বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার মোঃ শামসুল হক টুকু, এমপি বলেন, জলাবায়ুর ভারসাম্য রক্ষায় বৃক্ষ রোপণ অত্যন্ত জরূরী। বাংলাদেশের কৃষিতে বিপ্লব ঘটে গিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় সবুজ বাংলাদেশ বিনির্মানের কাজ শুরু হয়েছে। এ লক্ষ্যে সবাইকে কমপক্ষে একটি করে গাছ লাগাতে হবে এবং পরিচর্যা করতে হবে।
আজ (শুক্রবার) পাবনার বেড়া পৌরসভা চত্বরে বেড়া পৌরসভা ও অ্যাসিস্ট্যান্ট ফর সোশ্যাল নেওয়ার্কিং এন্ড একটিভিটিস (আশনা) এর উদ্যোগে আয়োজিত ‘এনভায়ারমেন্ট লাইফ এন্ড লাইভলিহুড ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ এ প্রধান অতিথির বক্তৃতায় ডেপুটি স্পীকার এসব কথা বলেন। ডেপুটি ম্পীকার এ সময় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন।
ডেপুটি স্পীকার বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সোনার বাংলা বিনির্মানে দলীয় কর্মীদের গাছ লাগানো ও পরিচর্যার নির্দেশনা দিয়েছিলেন। কর্মসূচী বাস্তবায়নে সবসময় নিজেরা এগিয়ে এসে উদাহরণ তৈরি করতে হয়। বেড়া পৌরসভা সবুজায়ন প্রকল্পের সূচণা করেছে পৌরসভার কর্মীদের মাঝে গাছ বিতরণ করছে।
এরপর বিশ্ব ব্যাংকের অর্থায়নে প্রাণী সম্পদ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নে সাঁথিয়া পৌরসভাধীন ছেচানিয়া কাঁচা বাজারে কিচেন মার্কেটের ভিত্তি প্রস্তর স্থাপন উপলক্ষ্যে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মোঃ শামসুল হক টুকু, এমপি।
অনুষ্ঠানে বেড়া পৌর মেয়র অ্যাড, আসিফ শামস রঞ্জন এর সভাপতিত্বে মুসলিমা শামস বনি বক্তব্য রাখেন। এছাড়া স্থানীয় নির্বাচিত প্রতিনিধিগণ, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও গণমাধ্যমকর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।