সাঁথিয়া প্রতিনিধি:
পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রেস বিফ্রিং করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ। সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা শনিবার (২১ মে) ব্যানার নিয়ে মিছিল করে উপজেলা নির্বাহী অফিসারের অফিস চত্বরে গেলে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ বিক্ষোভকারী শিক্ষার্থীদের হাত থেকে ব্যানার কেড়ে নিয়েছিলেন। এঘটনায় জাতীয় ও স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ হয়। বৃহস্পতিবার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি নিয়ে এক প্রেস বিফ্রিংয়ে সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার এসএম জামাল আহামেদ দাবি করেন শিক্ষার্থীরা আমার সন্তানের মত। তাদের ক্লাসে ফিরাতেই আমি ব্যানার কেড়ে নিয়েছিলাম। তিনি দাবি করেন শিক্ষার্থীদের প্রতিবাদ দমনে আমি ব্যানার কেড়ে নেই না। তাদের ভয় ও প্রতিহিংসার বিষয়ে প্রশ্নই আসে না ।
নির্বাহী অফিসার জানান, ইতো মধ্যে পাইলট উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষকের বিরুদ্ধে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। বিদ্যালয়ে গিয়ে রুটিংসহ পাঁচ দফা সিদ্ধান্ত ব্যস্তবায়নের নির্দেশ দিয়েছি। তাদের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদ হাতে পেলে সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হবে।
প্রেস বিফ্রিংয়ে ্উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মনিরুজ্জামান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আঃ কাদের বিশ্বাস ও উপজেলা ইউআরসি ইন্সট্রাক্টর হাফিজুল কবির
Check Also
বেড়ায় অবৈধ অমলিন শিশু খাদ্যের কারখানার সন্ধান অভিযানে এক লক্ষ টাকা জরিমানা আদায়
শিশুদের মানব দেহের জন্য ক্ষতিকর ও শিশু খাদ্যের ভেজাল কারখানার সন্ধান পায় বেড়া উপজেলা প্রশাসন। …