পিপ : ঢাকার আশুলিয়া শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে, শতভাগ উৎসব ভাতা ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বাংলাদেশ শিক্ষক সমিতি পাবনা জেলা শাখার আয়োজনে শনিবার দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে আফজাল হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান। আরও বক্তব্য রাখেন সমিতির কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হোসেন, কেন্দ্রিয় সহসভাপতি মো. ইকবাল হোসেন, সমিতির পাবনা জেলা শাখার সাধারন সম্পাদক আব্দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক হেলেনা খাতুন, ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি ফজলুল হকসহ অনেকে। বক্তারা অবিলম্বে শিক্ষক উৎপল কুমার সরকাকে হত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
Home / পাবনা সদর / শিক্ষক উৎপল কুমার সরকারকে হত্যার প্রতিবাদে, শতভাগ উৎসব ভাতা ও মাধ্যমিক শিক্ষা জাতীয়করনের দাবীতে পাবনায় মানববন্ধন কর্মসূচি পালিত
Check Also
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচি মধ্যদিয়ে জেলা আ.লীগের জাতীয় শোক দিবস পালন
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের …