এম এ আলিম রিপন ঃ শিক্ষার্থীদের পড়ালেখার মান ভালো করতে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে বলে জানিয়েছেন পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির। রবিবার সুজানগর উপজেলার সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলামের সভাপতিত্বে এবং জেলা পরিষদের সদস্য ও অত্র বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ¦ আহম্মেদ ফররুখ কবীর বাবুর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পাবনা-২ আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে মূখস্ত বিদ্যাকে বাদ দিয়ে সরকার যে আধুনিক বিজ্ঞান সম্মত বাস্তবমুখী ও সৃজনশীল পাঠদান শিক্ষাক্রম চালু করেছে তা প্রশংসনীয়। এই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিগতসহ বাস্তবমুখী সৃজনশীল পদ্ধতির শিক্ষা ব্যবস্থা আগামী প্রজন্মকে উন্নত ও দক্ষ শিক্ষায় শিক্ষিত করে কর্মসংস্থান নিশ্চিত করতে সহায়ক হবে। উদ্বোধনী বক্তব্যে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, একটা সফল পরিবার গঠনের মূল হাতিয়ার হচ্ছে শিক্ষা। শিক্ষা মানুষকে আলোকিত করে,আদর্শবান, চরিত্রবান ও মানবিক মূল্যবোধ গঠনে বিশেষ ভূমিকা রাখে। মানুষের জীবনকে করে কল্যাণমুখী ও কর্মমুখী। শিক্ষার মান উন্নয়নে শিক্ষার্থীর অভিভাবকদের নিয়ে এ ধরণের সমাবেশ সত্যিকার অর্থে বিদ্যালয়ের লেখাপড়ার মানকে আরো এক ধাপ এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে উল্লেখ করে সভাপতির বক্তব্যে সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো.তরিকুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের দিকে দেশ তাকিয়ে থাকবে। তোমরা এখান থেকে শিক্ষা নিয়ে এমন কিছু করো যাতে ভবিষ্যতে তোমরা তোমাদের নিজেদের ভবিষ্যৎ উজ্জ্বল করে প্রকৃত মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সুজানগর পৌর মেয়র রেজাউল করিম রেজা,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.সোলাইমান হোসেন,উপজেলা যুব উন্নয়ন অফিসার নাজমুল হোসেন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনোয়ার হোসেন। অন্যদের মাঝে বক্তব্য দেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সাতবাড়িয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল বাছেত বাচ্চু ও অভিভাকদের মধ্যে মাহফুজ প্রমুখ। এর আগে শুরুতেই শিক্ষার মান বজায় রাখতে অভিভাবকদের সহযোগিতা কামনা করে স্বাগত বক্তব্য দেন সাতবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলাউদ্দিন।