Sunday , October 2 2022
Breaking News
Home / পাবনা সদর / যমুনায় পানি বৃদ্ধি ভাঙন আতঙ্কে বেড়ার চরাঞ্চলবাসী

যমুনায় পানি বৃদ্ধি ভাঙন আতঙ্কে বেড়ার চরাঞ্চলবাসী

নির্মল সরকার
যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় পাবনার বেড়া উপজেলার চরাঞ্চলের নিচু এলাকা আবারও প্লাবিত হতে শুরু করেছে,পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে বৃদ্ধি পাচ্ছে যমুনার ভাঙ্গন তীব্রতা,বিলীন হয়ে যাচ্ছে উচু ফসলী জমি ও জনপদ। তৃতীয় দফায় বন্যা ও নদী ভাঙনের হুমকির সম্মুখে রয়েছে উপজেলার চরাঞ্চলবাসী। যমুনায় পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে চর এলাকার নিচু জমি ও গ্রামীণ রাস্তাঘাট গুলো পূণরায় প্লাবিত হচ্ছে। এরই মধ্যে চরাঞ্চলের বর্ষালি ইরি ধানের জমি পানিতে তলিয়ে গেছে এবং যারা সবজি চাষের প্রস্ততি নিচ্ছিলেন তাদের আবাদি জমি গুলো প্লাবিত ও জমিতে বিভিন্ন সবজির বীজতলা তলিয়ে যাওয়ায় সে আশা ভেস্তে যেতে বসেছে। অপর দিকে পানি বৃদ্ধির সাথে সাথে চরাঞ্চলের চরনাগদাহ,চরপাইখন্দ ও চর নাকালিয়া গ্রামের মানুষ ভাঙন আতঙ্কে ভুগছে। চর নাগদাহ গ্রামের স্থানীয় বাসিন্দা ও ইউপি সদস্য জাহিদ মোল্লা, ঈসমাইল মাষ্টার,আঃ রহমান,ওমর আলী,শামিম, চরনাকালিয়া গ্রামের ইউনূস আলী, আমজাদ সহ আরো অনেক স্থানীয়রা জানান, যমুনা নদীর পানি কমে যাওয়ায় চরাঞ্চলে ভাঙন বন্ধ ছিল। মানুষজন একটু স্বস্তিতে ছিল। আর বুঝি এ বছর নদী ভাঙবেনা এবং তাদের মাথা গোঁজার ঠাঁই টুকু বিলীন হবে না। কিন্তু বিগত কয়েক দিন ধরে যমুনা নদীর পানি বেড়ে যাওয়ায় চরনাকালিয়া, চর নাগদাহ ও চর পাইখন্দ গ্রাম সহ চরাঞ্চলের বিভিন্ন এলাকায় নতুন করে ভাঙন দেখা দিয়েছে। এতে করে এসব গ্রামের মানুষ নতুন করে বন্যা ও নদী ভাঙন আতঙ্কে দিশেহারা হয়ে পড়েছে।

About admin

Check Also

রণেশ মৈত্রের মরদেহে ডেপুটি স্পীকারের শ্রদ্ধাঞ্জলি

জাতির পিতার একজন প্রিয় মানুষ ছিলেন রণেশ মৈত্র। সাংবাদিকতা ও সাহিত্যে তাঁর ছিল সাবলীল পদচারণা। …

Leave a Reply

Your email address will not be published.