এ. এইচ. মাসুক ঃ একজন মোটরসাইকেল আরোহীর জীবনের চেয়ে এই ছবিতে একজন নসিমন চালকের জীবনের অনেক দামি। কারন যেহুতু মহাসড়কে নসিমন চালক হেলমেট পরে তার নসিমন চালাচ্ছে তাহলে কেন বেশিরভাগ মোটরসাইকেল আরোহীরা এই হেলমেটটি মাথায় পরছেনা অবহেলা করে। আর মোটরসাইকেল আরোহীদের এই অবহেলার কারণে দেখা যাচ্ছে সড়ক দূর্ঘটনায় অনেক হোন্ডা আরোহীরা নিহত হচ্ছেন সড়কে। এতো কিছুর পরেও এই হেলমেট না পরার অভ্যাস আমাদের মাঝ থেকে অনেক সময় আমাদের প্রিয়জনকে চিরতরে কেরে নিয়ে যাচ্ছে তার পরেও কেন আমরা সচেতন হচ্ছিনা।
এমনই ভাবে নসিমন চালকের এই দৃশ্য দেখে কথাগুলো বললেন একজন সচেতন পথচারী। তিনি বোঝাতে চাইলেন একজন নসিমন চালক যদি তার জীবনের মায়া বুঝতে পারে তাহলে মোটরসাইকেল চালকরা কেন তাদের জীবনকে অবহেলা করে শেষ করে দিচ্ছেন ? গতকাল পাবনা-ঈশ^রদী মহাসড়কে এই দৃশ্যটি দেখতে পেয়ে তাৎক্ষনিক ক্যামেরা বন্দি করেন এই সাংবাদিক।
নসিমন চালকের মাথায় হেলপেট পরিহিত দেখে এই সাংবাদিকও নসিমন চালকের কাছে গিয়ে প্রশ্ন করে বসেন কেন আপনি হেলমেট পড়ে নসিমন চালাচ্ছেন। উত্তরে নসিমন চালক বলেন, আমরা তো ভাই সব সময়ই জীবন হাতে লিয়ে চলাফেরা করি কখন কোনে এক্সিডেন্ট হয়ি যায় কওয়া যায়না তো। তাই সুমবাদিক ভাই জীবনডা বাঁচানির জন্যিই আমি এই হেলমেট পরিছি যাতে করি ইকটু হলিও জীবনের ঝুৃকিত কমে। তাহলে ভাবুন এই অবৈধ নসিমন চালক যদি তার জীবনের মায়া বুঝতে পেরে সাবধানতা অবলম্বন করে তাহলে মাটরসাইকেল চালকেরা কেন হেলমেট পরবেনা রাস্তায় চলাচলরত সচেতন পথচারীদের দাবি। জ্ঞানী মানুষরা সব সময় বলে থাকেন একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না ও দুঃখ নামিয়ে আনে পরিবারের মাঝে।
তাইতো আমরা শুধু পুলিশ প্রশাসনের ভয়ে হেলমেট পরিহিত না করে নিজের জীবনটাকে বাঁচাতেও হেলমেট পরিহিত করেত পারি তাহলে আমাদের মাঝ থেকে আর কোন মায়ের কোল ফাকা হবেনা , কারো বাবা হারিয়ে যাবেনা , কারোর বন্ধুর অকাল মৃত্যু হবেনা আবার একজন বধু তার স্বামীহারা হবেনা।
মোটর সাইকেল চালকের জীবনের চেয়ে নসিমন চালকের জীবন অনেক দামি
পাবনা সদর
2 Mins Read
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment