আতাইকুলা প্রতিনিধিঃ সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া ইউনিয়ন পরিষদে ২০২২-২০২৩ অর্থ বছরে কোন প্রকার নতুন কর আরোপ ছাড়াই উন্মুক্ত বাজেট ঘোষনা করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় ইউনিয়ন পরিষদ কার্যালয়ে পরিষদের চেয়ারম্যান ইনামূল কবীর মাসুদ এর সভাপতিত্বে ইউপি সচীব মোঃ চাঁদ আলী ৩০৫৯৪৩৬২ টাকার উন্মুক্ত বাজেট ঘোষনা করেন। বাজেট ঘোষনায় স্বাগত বক্তব্যে ইউপি চেয়ারম্যান ইনামূল কবীর মাসুদ বলেন, এলজিএসপি-৩, টিআর, খাবিখা, খাবটা কর্মসুচী, ভ’মি হস্তন্তর করসহ সরকারের বিভিন্ন খাত থেকে দেয়া অর্থে আয়ের সাথে ইউনিয়নের দারিদ্র বিমোচনসহ বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয় করা হবে। এসময় তিনি জনগনের উন্মুক্ত প্রশ্নের জবাব দেন। বাজেট ঘোষনায় চেয়ারম্যান আরো বলেন জনগনের চিন্তা মাথায় রেখে নতুন করে কোন কর আরোপ ছাড়াই ২০২২/২৩ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। আরো উপস্থিত ছিলেন ইউপি কাজী েেমাকছেদ আলী, সদস্য রেজাউল করিম, সদস্যা নাসিমা খাতুন, আয়েশা খাতুন, নিলুফা ইয়াসমিন মিমিসহ ইউপির সকল সদস্য/সদস্যা, ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিবর্গ।
Check Also
বেড়ায় অবৈধ অমলিন শিশু খাদ্যের কারখানার সন্ধান অভিযানে এক লক্ষ টাকা জরিমানা আদায়
শিশুদের মানব দেহের জন্য ক্ষতিকর ও শিশু খাদ্যের ভেজাল কারখানার সন্ধান পায় বেড়া উপজেলা প্রশাসন। …