ভাঙ্গুড়া প্রতিনিধি ঃ- পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নদীর পার দখল করে নির্মিত অবৈধ ভবন উচ্ছেদের কাজ শুরু করেছে উপজেলা প্রশাসন। এর ধারাবাহিকতায় মঙ্গলবার (২ আগস্ট) নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন এর নির্দেশে পৌরসভার চৌবাড়িয়া হারোপাড়া গ্রামে নির্মাণাধীন একটি বহুতল ভবন ভেক্যু দিয়ে ভেঙ্গে ফেলা হয়। এই উচ্ছেদ কাজে ভাঙ্গুড়া থানা পুলিশ নির্বাহী ম্যাজিষ্ট্রেটকে সহযোগিতা করে। উচ্ছেদকৃত ভবনটির মালিক রনজু মোল্লা। তিনি ভাঙ্গুড়া পৌরসভার হারোপাড়া গ্রামের বাসিন্দা। নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার(ভুমি)বিপাশা হোসাইন বলেন,রনজু মোল্লা বড়াল নদী দখল করে একটি বহুতল ভবন নির্মাণ করছিলেন। এ ব্যাপারে পত্র পত্রিকায় লেখালেখিও হয়। তখন জরিপ করে দেখা যায় জায়গাটি বড়াল নদীর। এজন্য উপজেলা প্রশাসন এটি ভেঙ্গে ফেলার সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান বলেন,নদী দখল করে তার ওপর ভবন নির্মাণ সম্পুর্ণ অবৈধ। এই ভবনটি নির্মাণের সময় রঞ্জু মোল্লাকে নোটিশের মাধ্যমে কাজ বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু তিনি তা শোনেননি। ফলে প্রথমেই এটি উচ্ছেদের সিদ্ধান্ত হয়।
Check Also
চাটমোহরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
চাটমোহর প্রতিনিধি যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহরে জাতির জনক …