ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজন ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ” ৮শ’কোটির পৃথিবী,সকলের সুযোগ,পছন্দ ও অধিকার নিশ্চিত করে প্রাণবন্ত পৃথিবী গড়ি ” এ প্রতিপাদ্যের আলোকে নানাবিধ কর্মসূচির মধ্যদিয়ে ভাঙ্গুড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। ২১ জুলাই বৃহস্পতিবার দুপুরে দিবসটি পালন উপলক্ষে উপজেলা প্রশাসন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধির অংশ গ্রহণের বর্ণাঢ্য শোভাযাত্র সদর প্রদক্ষিণ করে আলোচনা সভায় যোগ দেন। উপজলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোসাঃ রহিমা খাত্ুেনর সভাপতিত্বে দিবসের আলোকে বক্তব্য দেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাকিবিল্লাহ, পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল,ভাঙ্গুড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, উপজেলা স্বাস্থ্য ও পরিরার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হালিমা খানম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বিপাশা হোসাইন, উপজেলা পরিষদের দু’ভাইসচেয়ার যথাক্রমে মোঃ গোলাম হাফিজ রঞ্জু ও আজিদা পারভীন,ভাঙ্গুড়া সদর ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম ফারুক টুকুন। অনুষ্ঠানে পরিকল্পনা, লৈঙ্গিক সমতা,দারিদ্র্য, মাতৃস্বাস্থ্য ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে জনগণের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে অতিথিবৃন্দ সনদ ও ক্রেস্ট বিতরণ করেন।
Check Also
চাটমোহরে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন
চাটমোহর প্রতিনিধি যথাযথ মর্যাদায় নানা আয়োজনের মধ্য দিয়ে সোমবার (১৫ আগস্ট) পাবনার চাটমোহরে জাতির জনক …