ভাঙ্গুড়া প্রতিনিধি: পাবনার ভাঙ্গুড়ায় বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার মল্লিকচক-চাঁদামাড়া সড়কে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম হাফিজ রঞ্জু,উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান,মন্ডতোষ ইউপি চেয়ারম্যান আফসার আলী মাস্টার,উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মামুনুর রশীদ,উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মাজেদুল ইসলাম,ইউপি সদস্য আরিফুল ইসলাম স্বপন প্রমুখ।