ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় ঈশ্বরদী- ঢাকা রেলপথের বড়াল ব্রীজ স্টেশনের পূর্ব অংশে রেললাইন পাড়ার বটলায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত যুবক (৩২)এর মৃত্যু হয়েছে। ১৮জুন বিকাল ৪টা পর্যন্ত সংবাদ লেখা পর্যন্ত মৃত যুবকের নাম-পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের পরিচয় জানতে পুলিশ কাজ করছে। জিআর পি প্রাথমিক ধারণা করছে, শুক্রবার দিবাগত রাত ২ টা থেকে ভোর রাত ৬টার মধ্যে ঢাকা থেকে ছেড়ে আসা অর্থবা ঢাকা গামী দেশের উত্তর -দক্ষিণ অঞ্চলের অন্তঃনগর যে কোন ট্রেনে কাটা পরে সে নিহত হয়েছে।নিহিত যুবকের মস্তক – হাত-পা সহ দেহের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন অবস্থায় রেলপথের মাঝ খানে ও পার্শ্বে পড়ে ছিল। বড়ালব্রীজ স্টেশনের সিনিয়র বুকিং ক্লার্ক মোঃ মামুন -অর রশিদ জানান,যেহেতু মৃত ব্যক্তির দেহের ছিন্ন -ভিন্ন অংশ মিটার গেইজ লাইনের অভ্যন্তরে পাওয়া গেছে, সে ক্ষেত্রে দুর্ঘটনার ট্রেনটি মিটার গেইজ হবে। সিরাজগঞ্জ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুন অর রশিদ এসব তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনা স্থানে অফিসার পাঠিয়ে লাশ সিরাজগঞ্জ জি আর পি থানায় নিয়ে আসা হয়েছে।এ ব্যাপারে থানায় অপমৃত্যু দায়ের হয়েছে।
Check Also
ভাঙ্গুড়ায় অবৈধ ভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথর ঘাটা বিশিপাড়া বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আফসার …