ভাঙ্গুড়া প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়া উপজেলায় অবৈধভাবে কৃষি জমিতে মাটি কাটার অপরাধে জাফর আলী নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গত ১৫ মে রোববার দুপুর ২ঘটিকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদন্ড প্রদান করেন। উপজেলার খানমরিচ ইউনিয়নের চন্ডিপুর গ্রামের জাফর আলী বেশ কিছু দিন ধরে কৃষি জমিতে (ভেকু) মেশিন লাগিয়ে মাটি কেটে তা বিক্রি করে। উপজেলা প্রশাসন থেকে তাঁকে অবৈধভাবে মাটি না কাটতে নিষেধ করা হয়। গ্রামের কবরস্থানের পাশে বাণিজ্যিক উদ্দেশে মাটি কেটে তা বিক্রি করে তিনি। এরই প্রেক্ষিতে গত ১৫ মে রোববার দুপুরে সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন, উপজেলা সহকারী কমিশনার(ভূমি)নির্বাহী ম্যাজিষ্ট্রেট বিপাশা হোসাইন। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ নাহিদ হাসান খান জানান, অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে বালু মহাল ও মাটি ব্যবস্থা আইন-২০১০ এর ১৫ (১) ধারায় তাঁকে ৫০ পঞ্চাশ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়। কৃষি জমিতে যেন কেউই অবৈধভাবে মাটি কাটতে না পারে সে জন্য এ অভিযান অব্যহত রাখা হবে।
Check Also
পাবনায় পোষা প্রাণীদের বিনামুল্যে চিকিৎসা দিলো বন্ধুসভা
শহর প্রতিনিধি পাবনায় পোষা প্রাণীদের জন্য দিনব্যাপী বিনামুল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের সেন্ট্রাল …