ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় কালাজ্বর নির্মূল কার্যক্রম জোরদারকরণ বিষয়ক এক অবহিতকরণ সভা গতকাল ২ মে বৃহস্পতিবার সকালে (১০টা- ২টা) অনুষ্ঠিত হয়েছে। ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জাতীয় কালাজ্বর নির্মূল কর্মসূচির অর্থায়নে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশিক্ষণ কক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা ও থানা প্রশাসনের কর্মকর্তা, শিক্ষক,সাংবাদিক,এনজিও কর্মকর্তা,ইমামসহ বিভিন্ন শ্রেণি ও পেশার ৩০ জন স্টোক হেল্ডার অংশ গ্রহণ করেন। উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ মোসাঃ হালিমা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে কালাজ্বর সংক্রমন এবং প্রতিরোধসহ বিভিন্ন বিষয়ে প্রজেক্টটরের মাধ্যমে প্রতিবেদন উপস্থাপন করেন এসেন্ড বাংলাদেশের আঞ্চলিক সময়ম্বয়কারি ডাঃ মীর মাহবুব সাদিক এবং উক্ত কর্মসূচির এন্টোমোলজিক্যাল সার্ভিলেন্স এক্সপার্ট মোনালিসা মিম। উপজেলা স্বাস্থ্য বিভাগের এইচ আই মোঃ আব্দুস সোবাহান’র সঞ্চালনায় কর্মশালায় মতবিনিময় করেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বাকি বিল্লাহ, পৌর মেয়র মোঃ গোলাম হাসনাইন রাসেল, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান, অধ্যক্ষ আব্দুস সালাম, অফিসার ইনচার্জ মুঃ ফয়সাল বিন আহসান, স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মোঃ আলামিন হোসেন প্রমূখ।
Check Also
ভাঙ্গুড়ায় অবৈধ ভাবে সরকারি রাস্তার গাছ কাটার অভিযোগ
ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথর ঘাটা বিশিপাড়া বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান আফসার …