ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়ায় প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ সরকারি চাউল জব্দ করে ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
ঘটনার সূত্রে জানা গেছে,গতকাল মঙ্গলবার (১৭ অক্টোবর)সন্ধ্যা প্রায় ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী, ভাঙ্গুড়া থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক মোঃ আকরাম হোসেন ও সঙ্গীয় ফোর্স নিয়ে পৌরসদরের শরৎনগর বাজারে অবস্থিত জনৈক কাপড় ব্যবসায়ীর দোকানে অভিযান চালিয়ে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর ক্রয়- বিক্রয় নিষিদ্ধ ১২ বস্তা(প্রতি বস্তার ওজন ৩০কেজি)সরকারি চাউল জব্দ করে পুলিশ হেফাজতে নেয়। এ সময় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট চাউল ব্যবসায়িকে ১০ হাজার অর্থদন্ড প্রদান করেন।
এ বিষয়ে কৈডাঙ্গা গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে অভিযুক্ত চাউল ব্যবসায়ী রেজাউল করিম রেজা বলেন, তিনি জব্দকৃত চাউল গুলি ভাঙ্গুড়া বাজারের জনৈক ব্যক্তির নিকট থেকে ক্রয় করে ছিলেন।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীয়া আক্তার রোজী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত স্থান থেকে প্রধানমন্ত্রীর খাদ্যবান্ধব কর্মসূচীর ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ১২ বস্তা(প্রতি বস্তা ৩০কেজি ওজন) সরকারি চাউল জব্দ করেন। সরকারি চাউল রাখার অপরাধে ব্যবসায়ীকে ১০ হাজার অর্থদন্ড আরোপ করা হয়েছে।