ভাঙ্গুড়া প্রতিনিধিঃ পাবনার ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় জেল হত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার(৩নভেম্বর)বাদ আছর সদরের সরকারি ভাঙ্গুড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে ভাঙ্গুড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ লোকমান হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইমরান হাসান আরিফের সঞ্চালনায় সভার শুরুতে সকল শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালিত। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পাবনা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ মকবুল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,গত ২০১৪ সালের মত নির্বাচন বানচাল, দেশে উন্নয়ন ও সম্পদ ধব্বংসের জন্য বিএনপি’র -জামায়াত জোট আগুন সন্ত্রাসের মাধ্যমে মানুষ-সম্পাদ পুড়িয়ে হত্যায় মেতে উঠেছে।বর্তমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের আঃলীগ সরকার দেশের আপামর জনতা নিয়ে দেশের অব্যহৃত উন্নয়ন ও গণতন্ত্র রক্ষার অঙ্গীকার করেন। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ বাকি বিল্লাহ বলেন,আঃলীগের প্রাণ হচ্ছে তৃণমুলের কর্মি-সমর্থক। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও সরকারের ধারাবাহিক উন্নয়ন ন্যাসাৎ,দেশের সম্পাদ ধব্বংকারী দের দাঁত ভাঙ্গার জবাব দেবার অঙ্গীকার করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব মোঃ গোলাম হাসনাইন রাসেল, পৌর আঃলীগের সভাপতি(ভারপ্রাপ্ত)মোঃ ওমর ফারুক রানা,উপজেলা আঃলীগের সিঃসভাপতি মোঃজাকির হোসেন ছবি, উপজেলা আঃলীগের সহসভাপতি ও জেলা পরিষদ সদস্য মোঃ আসলাম আলী, উপজেলা আঃলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ গোলাম হাফিজ রঞ্জু, উপজেলা আঃলীগের সহসভাপতি অধ্যক্ষ মোঃ সাইদুল ইসলাম, উপজেলা আঃলীগের যুগ্মসাধারণ সম্পাদক মোঃ শামীম আহমেদ,সাংগঠনিক সম্পাদক মোঃ আজাদ খান, ভাঙ্গুড়া ইউপি চেয়ারম্যান আঃলীগ গোলাম ফারুক টুকুন,অষ্টমনিষা ইউপি আঃলীগ সভাপতি মোঃ আব্দুল হাই সরকার,মন্ডতোষ ইউনিয়ন আঃলীগ সাধারণ সম্পাদক মোঃ গোলজার হোসেন,পারভাঙ্গুড়া ইউপি’আঃলীগের সাধারণ সম্পাদক মোঃ আছলাম আলী প্রমুখ। পরিশেষে সরদার পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা জহুরুল ইসলাম জেল হত্যা দিবসে জাতীয় চার নেতা সহ সকল শহীদ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও তাঁর পরিবারের সকল সদস্যদের মাগফিরাত কামনা ও প্রধান মন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনা এবং পাবনা-৩ এর রূপকার আলহাজ্ব মোঃ মকবুল হোসেনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা সহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও মুক্তি কামনা করে বিশেষ দোয়া পরিচালনা করেন। উল্লেখ্য,দিবসের শুরুতে জেলহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে দলীয় কার্যালয়ে স্থাপিত জাতীয় চার নেতার প্রতিকৃতিতে উপজেলা আঃলীগ ও তার অঙ্গসহযোগি সংগঠনের পক্ষথেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে।