শিশুদের মানব দেহের জন্য ক্ষতিকর ও শিশু খাদ্যের ভেজাল কারখানার সন্ধান পায় বেড়া উপজেলা প্রশাসন।
পাবনার বেড়ায় গতকাল সোমবার সকাল ১২ টায় বেড়া বনগ্রাম উত্তর দীপক হলদারের ভাই দ্বীজেন্দ্র নাথের বাড়িতে বিএসটিআই এর অনুমোদন বিহীন তৈরী শিশু খাদ্য ও অনুমোদনহীন পন্য তৈরী জন্য উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বিএসটিআই ও বেড়া মডেল থানার সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। তৈরি কৃত মালামাল জব্দ করে তৈরীকৃত পণ্য জনসম্মুখে ধংস করা হয়েছে। দন্ডবিধি ১৫(১) এর ধারা অনুযায়ী এক লক্ষ টাকা জরিমানা করা হয়। জানা যায় দীপক হলদার ও তার ভাই দীনেজ হল ও অপু্ব দীর্ঘদিন ধরে অমলিন নামক অবৈধ কারখানা খুলে শিশু খাদ্য রবো, আইস ললি পপ, সস, স্পিট নামক মোড়কে পানীয় পন্য সহ চানাচুর, মুড়ি ভাজা শিশু খাদ্য তৈরি করছিল। বিষটি বিভিন্ন গনমার্ধমে প্রচার হলে প্রশাসন নজরে নিয়ে মোবাইল কোটের মার্ধমে উক্ত অভিযান পরিচালনা করে। অবৈধ শিশু খাদ্য তৈরি করণ ও বিএসটি আইয়ের অনুমেদন না থাকায় এক লক্ষ টাকা জরিমানা করা হয়। অবৈধ শিশু খাদ্য জনসন্মুখে ধংশ করা হয়। প্রতিবেশি রেজাউল হক বলেন রাতের আধারে ক্ষতিকর কাপড়ের রং ও ক্ষতিকর ক্যামিক্যাল দিয়ে এই সব শিশু খাদ্য তৈরি করতো। এ সময় উপস্থিত ছিলেস বেড়া নির্বাহী অফিসার মোহাম্মদ সবুর আলী, তিনি জানান, অনুমোদনহীন শিশু খাবার তৈরি করণ বাজারজাত করণ ভেজাল পানীয় তৈরি করার অপরাধে তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় আরো উপস্থিত ছিলেন। বেড়া (ভৃমি) এসিল্যান্ড রিতু তামান্না, পাবনা বিএসটি আই ইন্সপেকটর।
Check Also
৩’শ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদকব্যবসায়ী আটক
সংবাদদাতা : পাবনার সাঁথিয়া সিএনবি মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা অঞ্চলের সদস্যরা অভিযান চালিয়ে ৩০০ …