পাবনার জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান বলেছেন, বাজারের পলিথিন ব্যাগে বাজার না এনে বাজার আনার জন্য বাড়ী থেকে পাটের ব্যাগ সাথে নিয়ে যেতে হবে। আমরা প্রত্যেকে নিজের পরিবার থেকে পাটের ব্যাবহার বৃদ্ধিতে উদ্বুদ্ধ হতে হবে। বুধবার ৩ জুলাই বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষে মতবিনিময় ও উদ্বুদ্ধকরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন জেলা পাট উন্নয়ন কর্মকর্তা মোঃ মামুনার রশীদ। পাট অধিদপ্তর পাবনার মুখ্য পরিদর্শক মোঃ আব্দুল কদ্দুসের সঞ্চালনায় পাট পণ্যের ব্যবহার বৃদ্ধির লক্ষ্যে পাট সংশ্লিষ্ট ব্যবসায়ী, পাট চাষী, পাটজাত পণ্য উৎপাদনকারী মিল মালিক ও স্টেকহোল্ডারদের সাথে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফ আহমেদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পাবনার অতিরিক্ত উপ পরিচালক ড. আব্দুল মজিদ, বিএডিসির উপ পরিচালক রফিকুল ইসলাম,জেলা পাট চাষী সমিতির সভাপতি সুনীল কুমার চন্দ,সদর উপজেলা পাট চাষী সমিতির সভাপতি শাহাদত হোসেন মুন্সী, দৈনিক সিনসা সম্পাদক এস এম মাহবুব আলম, গণি জুট মিলস‘র ব্যবস্থাপনা পরিচালক ব্যারিস্টার ফারহান ফাহিম,বঙ্গবন্ধু কৃষিপদকপ্রাপ্ত কৃষক বিপ্লব কুমার সেন,২০২২ সালের শ্রেষ্ঠ পাট চাষী এনামুল হক প্রমুখ। সভায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন, পাবনা সদর পাবনার পাট উন্নয়ন সহকারী নারায়ন চন্দ্র সরকার,কৃষিবিদ নাজিম উদ্দিন, কৃষকলীগ নেতা সোহরাব মাস্টারসহ পাট সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।