আটঘরিয়া প্রতিনিধিঃ কোনভাবে নিয়ন্ত্রণ হচ্ছে না বাজারদর, সাধারণ মানুষ আছেন অস্বস্তিতে। তবে ঊর্ধ্বমুখী কাঁচামরিচের দাম অনেকাংশেই নিম্নগামী। মাছ, তড়ি-তরকারি ক্রমেই নাগালের বাইরে যাচ্ছে। বাজার নিয়ন্ত্রনে মনিটরিং না থাকায় এমটা হচ্ছে বলে সাধারণ মানুষের ধারণা।
অবশ্য গত কয়েকদিনের বৃষ্টিপাতের কারণে বাজারে কাঁচা তরি-তরকারির ঘাটতি ছিল। বাজার ঘুরে দেখা গেছে কাঁচা মরিচ ১৫০ টাকা কেজি যা কয়েক দিন আগেও ছিল ২৫০ টাকা কেজি। বর্তমানে আলু প্রতি কেজি ৫৫ টাকা, পেঁয়াজ ১১০ টাকা, লাউ প্রকারভেদে ২০ থেকে ৪০ টাকা, বেগুন ৫০ টাকা। অপরদিকে মাছের দাম কিছুটা চড়া। তবে চাউলের দাম উর্ধ্বমূখী।
ভারতে রপ্তানি বন্ধ হলেও ইলিশ মাছ এখনও সাধারণ মানুষেন ক্রয়ক্ষমতার বাইরে কেনো তা বোধগম্য নয়। এখানকার হাটে-বাজারে ১ কেজি ওজনের ইলিশ ১৬০০ থেকে ১৭০০ টাকা, ৭০০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১৩০০ টাকা থেকে ১৫০০ টাকা, ২০০ থেকে ৩০০ গ্রামের ইলিশ ৬০০ টাকা থেকে ৭০০ টাকা, বিলের গুড়া চাঁদা মাছ ৮০ টাকা কেজি। সাধারণ মানুষের অভিমত, সবার কাছে গ্রহণযোগ্য দাম ১ কেজি ওজনের ইলিশ সর্বোচ্চ ৫০০ থেকে ৭০০ টাকা হওয়া উচিৎ।
কাঁচা তরকারি খুচরা বিক্রেতা আনসার জানায়, আমরা যেমন কিনি অল্প লাভে বিক্রি করি, বিক্রেতা নজরুল জানায় বর্তমানে কাঁচা তরকারির আমদানি কম তাই দাম কিছুটা বেশি। নিয়মিত বাজার মনিটরিং দরকার।