আটঘরিয়া প্রতিনিধি: বর্তমানে বাজারদরে অনেকটাই স্বস্তি এসেছে। শাকসবজি, কাঁচা মরিচের দাম অনেকটা নিয়ন্ত্রণে। তবে চাউলের দাম ঊর্ধ্বমুখী। দিন আনে দিন খায় এমন মানুষ পরেছে সংকটে।
বাজার ঘুরে দেখা গেছে দেবোত্তর, আটঘরিয়া, একদন্ত খিদিরপুর এসব বাজারে বর্তমানে আলু প্রতি কেজি ৬০ টাকা যা এক সপ্তাহ আগেও ছিল ৭০ টাকা, পিয়াজ বর্তমানে প্রতি কেজি ১৫০ টাকা যা আগে ছিল ২৫০ টাকা, কাঁচা মরিচ বর্তমানে ১৫০ টাকা যা আগে ছিল ২৫০ টাকা, লাউ বর্তমানে আকার ভেদে ২০ থেকে ৪০ টাকা যা আগে ছিল ৩০ থেকে ৫০ টাকা, বেগুন বর্তমানে ৫০ টাকা যা আগে ছিল ৭০ টাকা।
বাজারে সব রকম মাছের দাম বেড়েছে বলে অভিযোগ ক্রেতাদের। তবে ডিমের দাম স্বাভাবিক প্রতি হালি বর্তমানে ৪৮ থেকে ৫০ টাকা যা আগে ছিল ৫৫ থেকে ৬০ টাকা।