সাঁথিয়া প্রতিনিধিঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা স্মার্ট বাংলাদেশ তৈরির পথে এগিয়ে যাচ্ছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে স্মার্ট শিশু তৈরি করা আমাদের দায়িত্ব। যারা বঙ্গবন্ধুকে ও শিশু শেখ রাসেলকে হত্যা করেছে তারা বাঙালি জাতির চরম শত্রু। তাদের ও তাদের উত্তরসূরীদের মূলোৎপাটন করে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করতে হবে। তারা যেন আর কখনো রাষ্ট্রীয় ক্ষমতায় ফিরে না আসতে পারে এ বিষয়ে আমাদের সচেতন থাকতে হবে।
বুধবার (১৮অক্টোবর) পাবনার সাঁথিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘শেখ রাসেল দীপ্তিময়, নির্ভিক নির্মল দুর্জয়’ প্রতিপাদ্যে শেখ রাসেল দিবস উদযাপন উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডেপুটি স্পিকার এসব কথা বলেন।
সাঁথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন,সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল্ল¬াহ আল মাহমুদ দেলোয়ার,উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান,উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন,সেলিমা সুলতানা শিলা,সাঁথিয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক মিয়া রানা,উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় নির্বাচিত প্রতিনিধি,গণ মাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ সময় ডেপুটি স্পিকার ডিজিটাল সংযোগ স্থাপন প্রকল্পের আওতায় ‘জয় স্মার্ট সার্ভিস এবং এমপ্লয়মেন্ট ট্রেনিং সেন্টার পরিদর্শন করেন।