চাটমোহর সংবাদদাতা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্র্তক ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন উপলক্ষে চাটমোহরে অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভা কক্ষে প্রজেক্টরের মাধ্যমে প্রধানমন্ত্রীর অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আঃ হামিদ মাস্টার,উপজেলা ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিক,মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রেদুয়ানুল হালিম,সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ তানজিনা খাতুন,থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম রেজা,উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম নজরুল ইসলাম,পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ নাজিম উদ্দিন মিয়া,উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুমবিল্লাহ,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আঃ মতিন,স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ ওমর ফারুক বুলবুল,সাব রেজিস্ট্রার মোসাদ্দেক হাসান,শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমানসহ সরকারি কর্মকর্তা,জনপ্রতিনিধি,সাংবাদিক ও সুধিজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,প্রধানমন্ত্রী ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের ১৫৭টি প্রকল্পের আওতায় দেশব্যাপী ১০ হাজার ৪১টি অবকাঠামোর সমন্বিত উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এছাড়া দেশের ১১টি জেলার ৬০ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন হিসেবে ঘোষনা করেন।