পাবনা সরকারি মহিলা কলেজে নতুন অধ্যক্ষ হিসেবে গতকাল রবিবার যোগদান করেছেন প্রফেসর মো. আহসান হাবিব। এর পূর্বে তিনি সরকারি আশেক মাহমুদ কলেজ জামালপুরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে কর্মরত ছিলেন। প্রফেসর মো. আহসান হাবিব ১৯৯৩ সালে ১৪ তম বিসিএস এর মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে উল্লাপাড়া সরকারি আকবর আলী কলেজে প্রভাষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এরপর তিনি ঈশ্বরদী সরকারি কলেজ, সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, সিরাজগঞ্জ সরকারি কলেজ, শহীদ বুলবুল সরকারি কলেজ, পাবনা, আবার সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা, লালনশাহ সরকারি কলেজে অধ্যাপনা করেন। এরপর তিনি সরকারি পাবনা কলেজে অধ্যক্ষ হিসেবে পাঁচ বছর দায়িত্ব পালন করেন। পুনরায় তিনি সরকারি এডওয়ার্ড কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সরকারি এডওয়ার্ড কলেজের উপাধ্যক্ষ হিসেবেও দায়িত্ব পালন করেন প্রায় এক বছর সাত মাস। গতকাল নবনিযুক্ত অধ্যক্ষের সাথে কথা বললে তিনি কলেজকে নিয়ে তার পরিকল্পনার কথা জানান। তিনি বলেনÑ বিভিন্ন প্রতিষ্ঠানে নিষ্ঠার সাথে দায়িত্বপালনের জন্যই সরকার আমাকে এখানে অধ্যক্ষ পদে পদায়ন দিয়েছে। আমি সরকারের আজ্ঞাবহ হয়ে “শিক্ষা নিয়ে গড়ব দেশ, শেখ হাসিনার বাংলাদেশ” এই স্লোগানে কলেজটিকে এগিয়ে নেওয়ার চেস্টা করবো। অধ্যক্ষ হিসেবে আমার সংকল্প হবে পাবনা সরকারি মহিলা কলেজকে দেশের একটি অনন্য কলেজে রূপান্তর করা। স্থানীয় সকল রাজনীতিবিদ, সাংবাদিকবৃন্দ, বিদ্যোৎসাহী সকল ব্যক্তিবর্গের সর্বাত্মক আন্তরিক সহযোগিতা কামনা করছি, যেন পাবনা সরকারি মহিলা কলেজকে বাংলাদেশের নারী শিক্ষার একটি অন্যতম সুউচ্চ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে পারি। অধ্যক্ষ হিসেবে যোগদান করে প্রফেসর মো. আহসান হাবিব শিক্ষা-মন্ত্রণালয় এবং পাবনা-৫ আসনের মাননীয় সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স মহোদয়কে কৃতজ্ঞতা সাথে ধন্যবাদ জানান। পাবনা সরকারি মহিলা কলেজের নবনিয়োগপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আহসান হাবিব যোগদান শেষে কলেজে ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। কলেজের শিক্ষক পরিষদ নতুন অধ্যক্ষকে সংবর্ধনা দিতে দুপুর একটায় শিক্ষক সম্মিলনকক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মো. আব্দুল খালেক মিঠু, শিক্ষক পরিষদের ভারপ্রাপ্ত সম্পাদক ও পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আলী আজমল, সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও দর্শন বিভাগের বিভাগীয় প্রদান জনাব আব্দুর রহিম। নতুন অধ্যক্ষ তার অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেনÑ পাবনা আমার নিজের জেলা, এই জেলায় নারী শিক্ষার পথকে আরো সুগম করতে আমি সদা তৎপর থাকবো। সকল সহকর্মীকে সাথে নিয়ে পাবনা সরকারি মহিলা কলেজকে দেশের মডেল শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবো। প্রফেসর মো. আহসান হাবিব এর গ্রামের বাড়ি পাবনা জেলার আটঘরিয়া উপজেলার মতিঝিল বাজার এলাকার চাঁদপুর গ্রামে।
Check Also
এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল-সাহাবুদ্দিন চুপ্পু
পিপ : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান …