আল এহসান হক মাসুক
পাবনা পৌরসভার হামিদ রোডে শহরের প্রানকেন্দ্রের ডায়বেটিস মোড়ে পৌরমেয়র শরীফ উদ্দিন প্রধানের নেতৃত্বে পাবনাবাসি এই জীবনের প্রথম একটি অত্যাধুনিক যাত্রী ছাউনি ও পেপার কর্নার পেয়ে বেজায় খুশি। এ ব্যাপারে পাবনা পৌর সুধিমহল মনে করেন এই ধরনে নতুনত্ব স্টাইলে যাত্রী ছাউনি ও শহরের আরো কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে স্থাপন করা প্রয়োজন। আধুনিক জীবনের সকল সুযোগ সুবিধার মাধ্যেমে পাবনা পৌরসভাকে গড়তে চান মেয়র শরীফ। সেইসাথে পাবনার হামিদ রোডে যাতয়াতকারী সাধারণ মানুষের সুবিধার কথা চিন্তা করে পৌরমেয়রের ব্যাপক আশা রয়েছে পাবনা শহরকে ঢেলে সাজানোর। তিনি পাবনা পৌর এলাকার জলাবৃদ্ধতা দুরীকরণ , ড্রেনেজ সমস্যা সমাধান , মসক নিধন ও বর্জ্য পরিষ্কার করার জন্য দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। তবে পৌরবাসি মনে করেন শরীফ মেয়রের মতো যদি আগে মেয়রেরা কাজ করতো তাহলে শতবছরের ঐতিয্যবাহী পাবনা পৌরসভা আরো সুন্দর হতো। বর্তমান তিনি পৌরসভার সকল রাস্তাঘাট উন্নয়ন ও শহরের হামিদ রোড যানজটমুক্ত করার লক্ষ্যে পৌর ট্রাফিক বৃদ্ধি করে শহরে যানজট নিরশনের চেষ্টা করছেন। এছাড়াও পৌর এলাকার বিভিন্ন রাস্তাগুলো তিনি আর সিসি ঢালাইয়ের মাধ্যেমে দীর্ঘমেয়াদী রাস্তার টেকসই ব্যবস্থার উন্নয়ন ঘটাচ্ছে। সর্ব্বোপরী পৌরসভার মানুষের যে সকল অসুবিধা সৃষ্টি হচ্ছে সেখানেই তিনি ঝাপিয়ে পড়ে সমস্যার সমাধান করছেন। গভীর রাতে হামিদ রোডের ডায়বেটিস মোড়ে পৌর যাত্রী ছাউনি ও পেপার কর্নার একনজর দেখার জন্য পৌরবাসি ভীর করছেন। দৃশ্যটি ৪ ই আগষ্ট রাত ১২ টা ৩০ মিনিটের সময় ক্যামেরা বন্ধী করেন পাবনার উদীয়মান তরুণ সাংবাদিক আল এহসান হক মাসুক। তবে পেপার কর্ণারটিতে জায়গা করে নিয়েছেন প্রথম আলো , বাংলাদেশ প্রতিদিন ও আমার সংবাদ।
Home / পাবনা সদর / পাবনা পৌরসভায় এই প্রথম ঢাকার আদোলে যাত্রী ছাউনি ও পেপার কর্নার স্থাপনে যাত্রীদের মুখে হাসি
Check Also
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচি মধ্যদিয়ে জেলা আ.লীগের জাতীয় শোক দিবস পালন
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের …