পাবনা ডিবি পুলিশ কার্যালয়ে বিকালে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়। পাবনা সুজানগর থানাধীন চরসুজানগর এলাকার বাসিন্দা কসাই মোঃ বিল¬াল(৪২), পিতা-মৃত মজিবর প্রামাণিকের নিকট হতে একজন অজ্ঞাতনামা ব্যক্তি ডিবির ইউনিফর্ম,হ্যান্ডকাফ এবং পুলিশের আইডিকার্ড সহ আরটিআর মোটরসাইকেল নিয়ে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে মাংস দেওয়ার কথা বলে ২৫ কেজি খাসির মাংস নিয়ে উক্ত মোটরসাইকেলে কসাইয়ের সহকারী জলিলকে নিয়ে পাবনা শহরে অনন্ত মোড়ে এসে পথিমধ্যে জলিলকে নেমে দিয়ে টাকা না দিয়েই কৌশলে মাংস নিয়ে পালিয়ে যায়। বাদী মোঃ বিল¬াল কসাইয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতে সুজানগর থানায় একটি প্রতারণার মামলা রুজু হয়। আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মাসুদ আলম এবং অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিন্নাহ আল মামুনের নেতৃত্বে পাবনা ডিবি পুলিশ এবং সুজানগর থানা পুলিশের যৌথ অভিযানে নাটোর জেলার লালপুর থানাধীন ধুপইল গ্রাম থেকে আসামী মোঃ আফজাল মিনহাজ সংগ্রাম(৫২) পিতা- মোঃ এরশাদ আলী মন্ডল, সাং-চন্ডীপুর, থানা-বড়াইগ্রাম কে গ্রেফতার করে। অত্র মামলার ঘটনায় আসামী কে জিজ্ঞাসাবাদ করে তার হেফাজত হতে নি¤œলিখিত আলামত উদ্ধার করা হয় এবং ঘটনায় নিজেকে জড়িত মর্মে স্বীকার করা হয়। উক্ত গ্রেফতাকৃত আসামী পাবনা জেলার বিভিন্ন থানা এলাকায় এরকম বহু প্রতারনার ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। উদ্ধারকৃত আলামতের বর্ণনাঃ ১। একটি ডিবি,পাবনা লেখা ডিবির জ্যাকেট/কটি, ২। এক জোড়া হ্যান্ডক্যাফ, ৩। একটি আরটিআর মোটর সাইকেল, ৪। পুলিশের আইডি কার্ড, ৫। একটি বাটন মোবাইল ফোন। আসামীর অপরাধ ইতিহাস ঃ আসামীর বিরুদ্ধে বিভিন্ন জেলায় পুলিশ,ডিবি, র্যাব পরিচয়ে র্প্তারনার ০৮ টি মামলা সহ মোট ০৯ মামলা রুজু আছে। আসামী একজন কুখ্যাত প্রতারক ও ঠকবাজ। অনেকেই তার প্রতারণার শিকার হয়ে সর্বসান্ত হয়েছেন।
Check Also
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচি মধ্যদিয়ে জেলা আ.লীগের জাতীয় শোক দিবস পালন
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের …