শফিক আল কামাল : মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষ্যে সকল ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পাবনা জেলা পরিষদের উদ্যোগে কোমলমতি স্কুল শিক্ষার্থীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন, হাতের লেখা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি ২০২৪ খ্রি.) বিকেলে পাবনা জেলা পরিষদের সম্মুখে বঙ্গবন্ধু চত্বরে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আ. স. ম. আব্দুর রহিম পাকন। তিনি বলেন বাঙলি জাতির বীরের জাতি। যে জাতি মাতৃভাষার জন্য লড়াই করে নিজের জীবন উৎসর্গ করেছেন। পৃথিবীর ইতিহাসে বাংলাদেশ ব্যতিত কোথাও এমনটি নজির দেখা যায় না। তিনি ৫২’র ভাষা আন্দোলনে সকল শহিদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধিকার আন্দোলনে জীবন উৎসর্গকারি সকল শহিদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ অতুল মন্ডল, জেলা পরিষদের অন্যতম সদস্য নজরুল ইসলাম সোহেল, সদস্য মোঃ আব্দুল জলিল, মোছাঃ আনোয়ারা আহম্মেদ, কর্মকর্তা-কর্মচারি, শিক্ষার্থীদের অভিভাবক, সুধীজন, রাজনৈতিক নেতৃবৃন্দ। শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণসহ অংশগ্রহনকারি সকল শিক্ষার্থীদের মাঝে শান্তনা পুরস্কার দেওয়া হয়।