শফিক আল কামাল : পাবনা জেলা পরিষদের উদ্যোগে নৈশ রিক্সাচালকদের মাঝে রেডিয়ামযুক্ত পোশাক বিতরণ করা হয়।
বুধবার (১১ অক্টোবর ২০২৩ খ্রি.) দুপুরে জেলা পরিষদের রশিদ হলে পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়মীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.স. ম. আব্দুর রহিম পাকন অনুষ্ঠানের প্রধান অতিথি নৈশ রিক্সা চালকদের মাঝে পোশাক বিতরণ করেন।
জেলা আওয়ামীলীগের সদস্য আনিসুজ্জামান দোলনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যকার, নির্দেশক ও অভিনয় শিল্পী সাবিহা আক্তার এবং শহীদ এম মন্সুর আলী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মত্মাইন্না মতিন কাকলী।
পোশাক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের সহকারি প্রকৌশলী আলতাফ হোসেন, স্থানীয় নেতৃবৃন্দ ও জেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী প্রমুখ।
বক্তগণ পাবনার উন্নয়নে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। একই সাথে উন্নয়নের ধারা অব্যহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নৌকা মার্কাকে বিপুল ভোটে বিজয় করে পুনরায় ক্ষমতায় আনার আহবান জানান।