Sunday , October 2 2022
Breaking News
Home / পাবনা সদর / পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ২১ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচীর আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ১০ উদ্যোগ, সরকারের সাফল্য অর্জন ও উন্নয়ন ভাবনা, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, বাল্যবিবাহ প্রতিরোধ, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধসহ গুজব, অপ্রচার এবং সাম্প্রদায়িকতা প্রতিরোধ বিষয়ে সাঁথিয়া উপজেলার করমজা ইউনিয়নের করমজা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ সামিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, করমজা ইউনিয়ন পরিষদ বীর মুক্তিযোদ্ধা জনাব মোঃ হোসন আলী বাগছী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক অফিসার, সাঁথিয়া জনাব মোঃ আলমগীর কবির এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সাঁথিয়া জনাব মোঃ আঃ কাদের বিশ^াস। প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবাসমূহ তুলে ধরেন এবং এ সকল সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে অবদান রাখার আহবান জানান। বিশেষ করে তিনি দুঃস্থ, অসহায় নারীরদের পুনর্বাসন, নারীর ক্ষমতায়নে সরকারের গৃহীত নানা ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উল্লেখ করেন। উপজেলা মহিলা বিষয়ক অফিসার বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শিক্ষা সহায়তা কর্মসূচীর আওতায় গৃহীত বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচীর কথা তুলে ধরেন এবং এসকল কর্মসূচীর আওতায় গৃহীত বিভিন্ন সেবা ও সহযোগিতা গ্রহণের মাধ্যমে শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সকল মায়েদের প্রতি বিশেষ আহবান জানান। সমাবেশে সভাপতি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের প্রেক্ষাপট এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং ভিশন : ২০৪১ বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা, উদ্যোগ এবং জনগণের সার্বিক অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব তুলে ধরে সকলকে উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান। পাশাপাশি তিনি সাম্প্রদায়িকতা, অপপ্রচার ও গুজব প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান। তিনি উপস্থিত মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। এছাড়াও তিনি উপস্থিত সকল অভিবাবকদেরকে তাদের সন্তানদের স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন। সমাবেশে করোনা ভাইরাস প্রতিরোধে সকলকে টিকা গ্রহণের জন্য, বিশেষ করে আগামী ৩ আক্টোবরের পর আর কোন ১ম ডোজ টিকা দেয়া হবে না, এজন্য যারা ১ম ডোজ টিকা নেননি তাদের উক্ত সময়ের আগেই ১ম ডোজ টিকা নিতে বিশেষ অনুরোধ করা হয়। মহিলা সমাবেশে দেড়শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

About admin

Check Also

রণেশ মৈত্রের মরদেহে ডেপুটি স্পীকারের শ্রদ্ধাঞ্জলি

জাতির পিতার একজন প্রিয় মানুষ ছিলেন রণেশ মৈত্র। সাংবাদিকতা ও সাহিত্যে তাঁর ছিল সাবলীল পদচারণা। …

Leave a Reply

Your email address will not be published.