মঙ্গলবার , ২৯ নভেম্বর ২০২২
Breaking News
Home / পাবনা সদর / পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে মহিলা সমাবেশ অনুষ্ঠিত

পাবনা জেলা তথ্য অফিসের উদ্যোগে ৩১ জুলাই ২০২২ খ্রি. তারিখে গণযোগাযোগ অধিদপ্তরের নিয়মিত প্রচার কর্মসূচীর আওতায় পাবনা সদর উপজেলার টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে মহিলা সমাবেশের আয়োজন করা হয়। সিনিয়র তথ্য অফিসার জনাব মোঃ সামিউল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, মালিগাছা ইউনিয়ন পরিষদ জনাব সৈয়দ মোঃ মুন্তাজ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার, পাবনা সদর জনাব মোঃ সাইফুল ইসলাম। প্রধান অতিথি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড এবং সেবাসমূহ তুলে ধরেন এবং এ সকল সেবাসমূহ গ্রহণের মাধ্যমে নিজেদের ভাগ্য উন্নয়নের পাশাপাশি রাষ্ট্রের উন্নয়নে আবদান রাখার আহবান জানান। বিশেষ করে তিনি দুঃস্থ, অসহায় নারীরদের পুনর্বাসন, নারীর ক্ষমতায়নে সরকারের নানা ধরনের সামাজিক নিরাপত্তা কর্মসূচীর উল্লেখ করেন। বিশেষ অতিথি শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, যৌতুক ও বাল্য বিবাহ প্রতিরোধ, নারীর ক্ষমতায়ন, মাদক ও জঙ্গিবাদ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পরিবার ও সমাজ থেকে বিশেষ দায়িত্বপূর্ণ ভূমিকা পালনের গুরুত্ব তুলে ধরেন। বিশেষ করে তিনি শিক্ষা সহায়তা কর্মসূচীর আওতায় গৃহীত বিভিন্ন শিক্ষাবান্ধব কর্মসূচীর কথা তুলে ধরেন এবং এসকল কর্মসূচীর আওতায় গৃহীত বিভিন্ন সেবা ও সহযোগিতা গ্রহণের মাধ্যমে শিক্ষিত জাতি গঠনের মাধ্যমে ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়তে সকল মায়েদের প্রতি বিশেষ আহবান জানান। তিনি উপস্থিত মায়েদেরকে সঠিকভাবে সন্তান লালন পালনসহ তাদের পরিবারে শিক্ষাবান্ধব পরিবেশ বজায় রাখার ওপর বিশেষ দৃষ্টি দিতে অনুরোধ করেন। সমাবেশে সভাপতি তার বক্তব্যে মাননীয় প্রধানমন্ত্রীর ১০টি উদ্যোগের প্রেক্ষাপট এবং টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা এবং ভিশন : ২০৪১ বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা, উদ্যোগ এবং জনগণের সার্বিক অংশগ্রহণের উপর বিশেষ গুরুত্ব তুলে ধরে সকলকে উন্নয়নের অংশীদার হওয়ার আহবান জানান। পাশাপাশি তিনি সাম্প্রদায়িকতা, অপপ্রচার ও গুজব প্রতিরোধে সকলকে সতর্ক ও সচেতন থাকার আহবান জানান। এছাড়াও তিনি উপস্থিত সকল অভিবাবকদেরকে তাদের সন্তানদের সামাজিক ও নৈতিক শিক্ষা দেয়ার উপরও বিশেষ গুরুত্ব আরোপ করেন। সমাবেশে করোনাকালীন স্বাস্থ্যবিধি প্রতিপালন, টিকা গ্রহণসহ সঠিকভাবে মাস্ক পরিধানের জন্য সকলকে বিশেষভাবে মায়েদের প্রতি বিশেষ অনুরোধ করা হয়। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোছাঃ জাহানারা বেগম এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক, টেবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মোছাঃ ওয়াহিদা খানম। অনুষ্ঠানে মতবিনিময় পর্বে উপস্থিত মহিলারাও অংশগ্রহণ করেন। মহিলা সমাবেশে বিদ্যালয়ের শিক্ষক, অভিবাবকসহ দেড়শতাধিক মহিলা অংশগ্রহণ করেন।

Check Also

সাংবাদিক শফিকুল ইসলাম শিবলী ও সেরাজুল ইসলাম তোতা পাবনার সাংবাদিকদের মনিকোঠায় চিরদিন বেঁেচ থাকবেন-স্মরণসভায় বক্তারা

পিপ : পাবনা প্রেসক্লাবের প্রয়াত সদস্য ও পাবনা রির্পোটার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সভাপতি শফিকুল ইসলাম শিবলী …

নির্বাচনী লড়াইয়ের জন্য সকল নেতাকর্মীদের প্রস্তুত হতে হবে-এমপি প্রিন্স

মিজানুর রহমান: পাবনা পৌর ১২ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *