“সকাল বেলার হাওয়া কোটি টাকার দাওয়া” এই শ্লোগানকে সামনে রেখেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পাবনা এডওয়ার্ড ফিটনেস ক্লাবের ১৩তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে ঐতিহ্যবাহী পাবনা সরকারী এডওয়ার্ড কলেজ মাঠ থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে একটি বর্ণাঢ্য র্্যালী বের করা হয়। ফিটনেস ক্লাবের সদস্যরা নতুন নতুন টি শার্ট, টাউজার, কেটস ও ক্যাপ পড়ে রঙিন রঙিন ব্যানার ও ফেস্টুন নিয়ে র্্যালী বের করেন। র্্যালী এডওয়ার্ড কলেজ মাঠ থেকে বের হয়ে পৈলানপুর, স্টেডিয়াম ও লাইব্রেরি বাজার ঘুরে আব্দুল হামিদ সড়ক হয়ে আবার এডওয়ার্ড কলেজ মাঠে গিয়ে শেষ হয়। র্্যালী শেষে সবাই মিলে ১৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটা হয়। পরে কলেজ মাঠেই সকালের নাস্তা খাওয়া মাধ্যমে ১ম পর্বের সমাপ্ত হয়। দুপুরে পাবনার টেবুনিয়া হর্টিকালচার সেন্টারে এক ভোজসভা, র্্যাফেল ড্র ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান যাদের নিরলস ও কঠোরপরিশ্রমে সফলতা পেয়েছে তারা হলেন, এডওয়ার্ড ফিটনেস ক্লাবের সভাপতি মো: বাদশা মোল্লা, সেক্রেটারি ড. আমিরুল ইসলাম, প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহবায়ক মো: আফছার আলী, উপ কমিটির আহবায়ক এসএম আলাউদ্দিন পরাগ, ইকবাল হোসেন বকুল ও উত্তম কুমার কুন্ডু।
বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে র্্যাফেল ড্রর পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
উল্লেখ, ২০১০ সালে শরীরকে সুস্থ রাখার জন্য সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে এডওয়ার্ড ফিটনেস ক্লাব প্রতিষ্ঠা করা হয়। প্রতিদিন সকাল ৬টা ২০ মিনিট থেকে বিভিন্ন ধরনের শারীরিক ব্যায়াম করা হয়।