শহিদুল ইসলাম রিজু: বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামালের ৭৩ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে পাবনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরন ও প্রাক্তন খেলোয়ারদের অংশগ্রহনে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেলে পাবনা শহীদ আমিন উদ্দিন স্টেডিয়ামে জেলা প্রশাসন এর আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে প্রায় ২ হাজার ফলজ ও বনজ চারা বিতরন করা হয়। পরে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে পাবনার প্রাক্তন ক্রীড়াবিদদের সংগঠন সোনালী অতীত এর খেলোয়ারদের অংশগ্রহনে অনুষ্ঠিত ফুটবল প্রতিযোগিতায় সবুজ দলকে ২-০ গোলে পরাজিত করে জয়লাভ করে লাল দল। উভয় দলের আক্রমন ও পাল্টা আক্রমনে এই খেলাটি দর্শকরা দারুনভাবে উপভোগ করেন। গাছের চারা বিতরন ও ফুটবল প্রতিযোগিতার উদ্বোধন করেন পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন
খেলা শেষে প্রধান অতিথি থেকে ফুটবল প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম বিপ্লব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, উপ-পরিচালক স্থানীয় সরকার মো: মোখ্লেসুর রহমান, সিভিল সার্জন মনিসর চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আক্তার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শিমুল আক্তার, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, উপজেলা নির্বাহী অফিসার তাহমিনা আক্তার রেইনা, অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম, সদর সার্কেল রকনুজ্জামান সহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি রেজাউল হোসেন বাদশা, এস মুস্তাকিম সবুজ, আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শহীদুল হক মানিক, কোষাধ্যক্ষ খন্দকার ইদ্রিস আলী ও সদস্য রবিউল ইসলাম চৌবে ডাবলু, শামসুল আলম, মোসাদ্দেক আলী খান, মাহবুবুর রহমান বাচ্চু, আকতারুজ্জামান জজর্, জেলা ক্রীড়া অফিসার মো: রফিকুল ইসলাম সহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
খেলা পরিচালনার দায়িত্বে ছিলেন, জামিল আহম্মেদ, দিপু ও আলামিন।
Home / পাবনা সদর / পাবনায় শেখ কামালের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে গাছের চারা বিতরন ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
Check Also
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচি মধ্যদিয়ে জেলা আ.লীগের জাতীয় শোক দিবস পালন
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের …