পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক আফরোজা আক্তারের সভাপতিত্বে এ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন। বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ার রহমান, সিভিল সার্জন ডাক্তার মনিসর চৌধুরী, পাবনা প্রেসক্লাবের সভাপতি এবিএম ফজলুর রহমান, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন, বি আর টি এ এর সহকারী পরিচালক আব্দুল হালিম। এ সময় উপস্থিত ছিলেন অনলাইন পত্রিকা নতুন চোখের প্রকাশক ও বাংলা টিভির জেলা প্রতিনিধি এস এম আলম সহ মোটরজান মালিক সমিতির নেতৃবৃন্দ, জেলা ট্যাংক লরি শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দসহ বিভিন্ন সরকারি দপ্তরের অফিস প্রধানগণ। কর্মশালায় বক্তারা বলেন আইনের যথাযথ প্রয়োগ করতে হবে এবং সড়ক-মহাসড়ক থেকে অবৈধ নসিমন, করিমন, ভটভটি, ইত্যাদি যানবাহন জনচলাচল না করে এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে যথাযথ দায়িত্ব পালন করতে হবে। যারা যানবাহন চালান তারা যেন অযথা হর্ন না বাজান এ বিষয়ে তাদের সচেতন হতে হবে। জেলাতে বিভিন্ন এলাকায় গড়ে তুলতে হবে, যেমন একটা নির্দিষ্ট এলাকা থাকবে যেখানে শিল্প হবে, আরেকটা এলাকা থাকবে যেখানে শুধু আবাসিক এলাকা হবে, আর একটা এলাকা থাকবে যেখানে শুধু হসপিটাল হবে, ইত্যাদি।এভাবে যদি আমরা এলাকা ভাগ করে দেই তাহলে শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব থেকে আমরা সকলে বাঁচতে পারব। বিভিন্ন এলাকায় শব্দ দূষণের মাত্রা স¤পর্কে সাইনবোর্ড টাঙিয়ে দিতে হবে যাতে কেউ সেই মানমাত্রার অতিরিক্ত শব্দ সৃষ্টি না করে। সর্বোপরি শব্দ দূষণ স¤পর্কে সকলকে সচেতন হতে হবে এবং দায়িত্বশীল আচরণ করতে হবে।কর্মশালাটি সঞ্চালনা করেন ইকিউএমএস কনসালটিং লিমিটেডের পরিবেশ পরামর্শক মাসুম রেজা।
Home / পাবনা সদর / পাবনায় শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্ব প্রকল্পের আওতায় সচেতনতামূলক কর্মশালা
Check Also
এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল-সাহাবুদ্দিন চুপ্পু
পিপ : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান …