পাবনা শহরের রাধানগর এলাকার একটি গোডাউনে অভিযান চালিয়ে বিপুল পরিমান ভোজ্য তেল মজুদ পেয়েছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অবৈধ ভাবে ভোজ্য তেল মজুদ করার অপরাধে প্রতিষ্ঠানটিকে আর্থিক জরিমানা করা হয়। বিকালে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জহিরুল ইসলামের নের্তৃত্বে শহরের রাধানগর এলাকার মিটি ট্রেডার্সের গোডাউনে অভিযান চালানো হয়। অভিযানে অবৈধভাবে ৫ হাজার ৪৬ লিটার ভোজ্য তেল মজুদ পাওয়া যায়। এসময় অবৈধ্যভাবে ভোজ্যতেল মজুদ করার অপরাধে প্রতিষ্ঠানটিতে ৫০ হাজার টাকা জরিমানা করেন। বোতলজাত তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের মাঝে বিক্রি করা হয়।
Home / পাবনা সদর / পাবনায় রাধানগর এলাকার ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর অভিযানে বিপুল পরিমান ভোজ্য তেল উদ্ধার
Check Also
এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল-সাহাবুদ্দিন চুপ্পু
পিপ : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান …