Breaking News
Home / পাবনা সদর / পাবনায় ডেপুুটি স্পিকার টুকুকে গণ সংবর্ধনা প্রদান

পাবনায় ডেপুুটি স্পিকার টুকুকে গণ সংবর্ধনা প্রদান

রফিকুল ইসলাম সুইট : পাবনা-১ আসনের সংসদ সদস্য সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি অ্যাডভোকেট শামসুল হক টুকু কে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও শামসুল হক টুকুকে গণ সংবর্ধনা দিয়েছে পাবনা জেলা আওয়ামী লীগ।
শনিবার দুপুরে পাবনা জেলা আওয়ামী লীগের আয়োজনে রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্ত্বরে গণসংবর্ধনা দেয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে পাবনা জেলার বিভিন্ন ইউনিট আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, শ্রমিকলীগ সহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ অংশ গ্রহন করে।
পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল এর সভাপতিত্বে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পাবনা-৫ আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স ও এ্যাড. আব্দুল আহাদ বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ^াস, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিণ আসনের সংসদ সদস্য নাদিরা ইয়াসমিন জলি, আসন্ন জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ স ম আব্দুর রহিম পাকন প্রমুখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা সংসদ, মেয়র, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, শ্রমজীবী সংগঠন, বেসরকারি সংস্থা, আওয়ামীলীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনসহ নানা শ্রেণি-পেশার মানুষ ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত ডেপুটি স্পিকার শামসুল হক টুকুকে সংবর্ধনা জানান।
অনুষ্ঠানে ডেপুটি স্পিকার শামসুল হক টুকু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে ডেপুটি স্পিকার নির্বাচিত করে পাবনার ৩০ লক্ষ মানুষকে সম্মানিত করেছেন। দেশের উন্নয়নে এবং দলীয় শৃঙ্খলা রক্ষায় প্রধানমন্ত্রীর নির্দেশনা অক্ষরে অক্ষরে মানতে হবে। একবার ভুল করলে ক্ষমা হয় বারবার ভুর করলে ক্ষমা হয় না। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে শেখ হাসিনা মনোনীত প্রার্থী আ স ম আব্দুর রহিম পাকন কে বিজয়ী করতে হবে। ডেপুটি স্পিকার পদে নির্বাচিত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তিনি আন্তরিক ধন্যবাদ জানাই।
উল্লেখ্য গত ২৮ আগস্ট নতুন ডেপুটি স্পিকার হিসেবে অ্যাডভোকটে শামসুল হক টুকু শপথ গ্রহণ করেন।

Check Also

উন্নয়ন তরান্বিত করতে কর্ম চুক্তি সম্পাদন, সিটিজেন চার্টার, শুদ্ধাচার বাস্তবায়ন করতে হবে-জেলা প্রশাসক

রফিকুল ইসলাম সুইট : পাবনা জেলা প্রশাসক বিশ^াস রাসেল হোসেন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার …

সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নে কাজ করে যাচ্ছে – এমপি প্রিন্স

মিজানুর রহমান: পাবনা সদর উপজেলার চর ঘোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *