রফিকুল ইসলাম সুইট : পাবনায় নানা আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২২ উৎযাপন অনুষ্ঠান উদ্বোধন হয়েছে।
রোববার দুপুরে জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসন এর আয়োজনে র্যালী, পোনা অবমুক্ত করণ, পুরস্কার বিতরণ আলোচনাসহ নানা কর্মসুচী পালিত হয়।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে, স্টাফ কোয়াটার পুকুওে পোনা অবমুক্তকরণ করা হয়, জেলা পরিষদের রশিদ হলে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
জলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনএর সভাপতিত্বে এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন পাবনা জেলা পরিষদেও প্রশাসক জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ প্রমুখ ।
Check Also
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর নানা কর্মসূচি মধ্যদিয়ে জেলা আ.লীগের জাতীয় শোক দিবস পালন
পাবনায় বিনম্র শ্রদ্ধা আর দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের …