পিপ : চলতি বছর চাহিদার তুলনায় প্রায় ১৮ হাজার মেট্রিকটন মাছ উৎপাদন হয়েছে পাবনা জেলায়। এ বার ৬৯ হাজার মেট্রিকটন মাছ উৎপাদন হলেও আগামী বছরে জেলায় মাছের উৎপাদন ছাড়াবে ৭১ হাজার মেট্রিকটন। ‘নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই শ্লোগানে আজ রোববার (২৪ জুলাই) থেকে শুরু হচ্ছে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২২। এ উপলক্ষে গতকাল শনিবার (২৩ জুলাই) বেলা ১১টার দিকে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। সভায় জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে জেলার মৎস্য চাষের চিত্র তুলে ধরেন জেলা মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ।
তিনি জানান, ২০২১-২২ অর্থ বছরে পাবনায় মাছের উৎপাদন হয়েছে ৬৯ হাজার ৫৬৪ মেট্রিকটন, এর মধ্যে চাহিদা ছিল ৫১ হাজার ৭৩২ মেট্রিক টন, ফলে চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত হয়েছে ১৭ হাজার ৮৩২ মেট্রিক টন। আগামী ২০২২-২৩ অর্থ বছরে জেলায় উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭১ হাজার ৪৮৫ মেট্রিক টন।
তিনি আরও জানান, জেলায় নিবন্ধনকৃত জেলে রয়েছে ৩৩ হাজার ৪০২ জন। পুকুর রয়েছে ৩৯ হাজার ১০২টি, এছাড়াও বাণিজ্যিক খামার ২ হাজার ১১০টি, খাল ১০৬টি, বিল ২১২টি এবং নদীর সংখ্যা ১১টি। এবছর পাবনার প্রাকৃতিক উৎস থেকে ২৩০ মেট্রিক টন ইলিশ আহরণ করা হয়েছে।
পাবনা জেলার মাছের সম্ভাবনার চিত্র তুলে ধরে জেলা প্রশাসক (ডিসি) বিশ্বাস রাসেল হোসেন জানান, পাবনায় অনেক বড় বড় বিল রয়েছে। কাজেই বিল নার্সারি স্থাপন ও প্লাবনভূমিতে সমাজভিত্তিক মাচচাষের যথেষ্ট সুযোগ রয়েছে। বিলগুলোতে মৎস্য অভয়াশ্রম স্থাপন করে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও বৃদ্ধিরও সুযোগ রয়েছে। এছাড়াও পাবনা পদ্মা ও যমুনা নদীবেস্টিত হওয়ায় এখানে ইলিশ সংরক্ষণেও বড় সুযোগ রয়েছে।
মতবিনিময় সভায় পাবনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আখতার, পাবনা প্রেসক্লবের সভাপতি এবিএম ফজলুর রহমান, সম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা সংবাদপত্র পরিষদের সভাপতি আব্দুল মতীন খানসহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Check Also
পাবনায় ফজিলাতুননেছা মুজিবের জন্মবার্ষিকী উৎযাপিত
রফিকুল ইসলাম সুইট : পাবনায় নানা আয়োজনে উৎযাপিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এর …