পাবনা সাঁথিয়া উপজেলার চাঞ্চল্যকর ডাকাতি মামলার নগদ অর্থ ও ডাকাতির কাজে ব্যবহিত মালামাল সহ ডাকাত চক্রকের ৮ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের দল। মামলা হওয়া ৬ দিনের মধ্যে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের বিভিন্ন প্রন্ত থেকে এই ডাকাত চক্রের সদস্যদের গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় ডাকাত দলের সদস্যদের গ্রেফতারের অভিযানের বিষয়ে স্থানীয় গণমাধ্যম কর্মীদের নিয়ে ১৬ জুলাই (মঙ্গলবার) দুপুরে নিজ কার্যালয়ে সম্মুখে সংবাদ সম্মেলন করেন জেলা পুলিশ সুপার মোঃ আঃ আহাদ।
প্রেস বিজ্ঞপ্তিতে দেয়া তথ্য অনুসারে, গত ১০ জুলাই দিবাগত রাতে পাবনার সাঁথিয়া উপজেলা গোপিনাথপুর গ্রামে মোঃ আতিকুর রহমানের বাড়িতে ডাকাতি সংঘটিত হয়। সেই ঘটনায় স্থানীয় থানাতে মামলা দায়ের হলে অভিযানে নামে গোয়েন্দা পুলিশের দল। ডাকাত দলের সদস্যরা ভিকটিম জুয়েলের বাড়িতে শয়ন কক্ষের দরজা ভেঙ্গে প্রবেশ করেন। পওে তারা দেশি অস্ত্র দিয়ে তাদের আঘাত করে তাকে ও তার স্ত্রীর হাত পা বেঁধে কাঠের আলমারি ভেঙ্গে স্বর্ণালংকার সহ নগদ ১৫ লক্ষ টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়। এই ঘটনায় মামলা দায়ের পরে জেলা পুলিশের একটি বিশেষ দল তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামীদের সনাক্ত করে রাজধানি ঢাকা, গাঁজিপুর, মানিকগঞ্জ ও পাবনা জেলার বিভিন্ন প্রন্তে অভিযান করে আন্তঃজেলা ডাকাত চক্রের মূল হোতা ও পরিকল্পনাকারী শাকীল সহ ৮জনকে গ্রেফতার করেন। এই ডাকাত দলের আরো বেশ কিছু সদস্য এখনো পলাতক রয়েছে বলে জানা গেছে।
আটককৃতরা হলেন, সাঁথিয়া থানার গোপীনাথপুর গ্রামের মোঃ শাকিল হোসেন (২৩), একই সাথার কাজীপুর গ্রামের মোঃ সিয়াম হোসেন (১৯),একই গ্রামের দক্ষিন পাড়া এলাকার মোঃ আরিফ প্রামানিক (২৮), একই গ্রামের মোঃ সুজন মোল্লা (৩৫), ছেছানিয়া গ্রামের মোঃ আব্দুল বাতেন (২৮), শাহজাদপুর থানার শেলাচাপরী গ্রামের মোঃ আব্দুল মিতন (৪০), সাঁথিয়া গোপিনাথপুর দক্ষিণ পাড়া মহল্লার মোঃ সানোয়ার হোসেন (২৭) ও একই গ্রামের মোঃ সাব্বির হোসেন দুখু (২২)।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাসুদ আলম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, ডিবি ওসি মোঃ একরামুল হক তুহিন, সাঁথিয়া থানার ওসি মোঃ আনোর হোসেন সহ জেলা পুলিশ ও গোয়েন্দা পুলিশের সদস্যরা।
ডাকাতদের কাছ থেকে নগদ ৬৯ হাজার টাকা ও মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রায় সারে ৫লক্ষ টাকা ডাকাতির কথা শিকার করেছেন। এই ডাকাত দলের পলাতক অন্যান্য সদস্যদের গ্রেফতারের জন্য অভিযান চলছে বলে জানান পুলিশ। গ্রেফতারকৃতদের আইনগত পক্রিয়া শেষে জেল হাজতের পাঠানো হয়েছে।