পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের মুনিবপুর এলাকার মোঃ রতন প্রামানিক এর মেয়ে ছনিয়া খাতুন (২২) ১০ দিন যাবৎ নিখোঁজ রয়েছেন। গত ১৮ সেপ্টেম্বর মেয়েটি নিখোঁজ হয়। নিখোঁজের ব্যাপারে গত ২৩ সেপ্টেম্বর পাবনা সদর থানায় একটি সাধারণ ডাইরী করেছেন নিখোঁজ ব্যক্তির পরিবার।
নিখোঁজ ব্যক্তির পরিবার পক্ষ থেকে তার চাচাতো ভাই মামুনুর রশিদ জানান,গত ১৮ সেপ্টেম্বর ২০২৩ সোমবার সন্ধ্যায় মুনিবপুর বাসা হতে মুনিবপুর রাস্তার মোড়ে যাতায়াতের সময় আমার চাচাতো বোন নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় ও আত্মীয়স্বজনের অনুরোধ জানানো হ’ল।বাড়িতে খোঁজাখুঁজি করা হয়েছে। খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি।
তার দৈহিক বিবরণ: সে লম্বা ৫ ফুট, গাঁয়ের রং শ্যামলা, মুখের আকৃতি স্বাভাবিক,চুল লম্বা। তার পরনে ছিল গোলাপী রঙের সালোয়ার কামিজ ও উড়না। পায়ে কালো রঙের সেন্ডেল।
যদি কোন সহৃদয়বান উক্ত ব্যক্তির সন্ধান পেয়ে থাকেন। তাহলে এই ০১৭২১-৫৯২৪৭১ নম্বরে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।