নিজস্ব প্রতিনিধি
পাবনার ধোপাদহ ইউনিয়ন পরিষদের ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। পরিষদের উন্নয়নে জনগণের অংশগ্রহন নিশ্চিতে গত বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের হলরুমে এ বাজেট ঘোষণা করা হয়। ধোপাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুজ্জামান বাবলুর সভাপতিত্বে ২০২২-২৩ অর্থবছরের জন্য সর্বমোট ১ কোটি ৯৯ লাখ ৭০ হাজার টাকার বাজেট উপস্থাপন করেন ইউনিয়ন পরিষদের সচিব মো.আব্দুল আলিম। উন্মুক্ত এ বাজেট সভায় ধোপাদহ ইউনিয়ন পরিষদের সদস্য ফিরোজা খাতুন, রাশিদা খাতুন, ইসরাফিল হোসেন, বাচ্চু খান, ছানাউল্লাহ, মকবুল হোসেন, আবু সাইদ সরকার, ছানোয়ার হোসেন, আমিনুল ইসলাম, লাল মিয়া জিয়াউর রহমান, সুশিল সমাজের প্রতিনিধিগবৃন্দ সহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান বাবলু বলেন, উন্মুক্ত বাজেট ঘোষণার মাধ্যমে জনগণ বাজেট সম্পর্কে জানতে পারে এবং এর মাধ্যমে পরিষদের পরিষদের কাজের স্বচ্চতা ও জবাবদিহিতার বহিঃপ্রকাশ ঘটে। এছাড়া বাজেট নিয়ে সাধারণ মানুষের বিভিন্ন প্রশ্নের উত্তরের পাশাপাশি সভার মাধ্যমে সাধারণ মানুষের মতামত নিয়ে উন্নয়ন কর্মকান্ডসহ যাবতীয় সিদ্ধান্তÍ গ্রহন করা হয়েছে এবং আগামীতেও হবে ।
Check Also
সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
সুজানগর প্রতিনিধিঃ পাবনার সুজানগরে কোরবানী ও আকীকা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার সুজানগর পৌর ইমাম …