উত্তরবঙ্গের বৃহত্তম পাবনার ঐতিহাসিক চাঁপা মসজিদের উদ্যোগে শনিবার(৪ জুন) প্রথমবারের মত হজ¦ যাত্রীদের প্রশিক্ষণ প্রদান করা হয়। সকাল সাড়ে ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মসজিদ কমপ্লেক্সের নিচ তলা এবং ২য় তলায় এই প্রশিক্ষণ কর্মসৃুচি চলে। জেলার বিভিন্ন এলাকা থেকে ২০২২ সালের জন্য মনোনিত নারী-পুৃরুষসহ চার শ’ হজ¦ যাত্রী এই প্রশিক্ষণে অংশ নেন। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে হ্জ ব্যবস্তাপনা ও সরকারি বিধি নিষেধ বিষয়ে বক্তব্য দেন পাবনা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা মো: ইমামুল ইসলাম। স্বাগত বক্তব্য দেন চাঁপা বিবি মসজিদ কমিটির মোতাওয়াল্লি আলহাজ¦ হারুন উর রশিদ খান। চাঁপা বিবি ওয়াকফ এস্টেট মসজিদ কমিটির সদস্য ও পাবনা প্রেস ক্লাবের সাবেক সিনিয়র সহসভাপতি আখতারুজ্জামান আখতার এর সঞ্চালনায় উদো¦ধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন মসজিদ কমিটির সহসভাপতি আলহাজ¦ আব্দুল লতিফ বিশ^াস, সদস্য ও পাবনা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ(অব.)মাহাতাব উদ্দিন বিশ^াস, সদস্য মো: মোক্তার হোসেন। হজ¦ যাত্রিদের প্রশিক্ষণ প্রদান করেন পাবনা কামিল মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা মুহম্মদ ইসমাইল হোসাইন। প্রশিক্ষণে হজে¦র গুরুত্ব ও ফযিলত বিষয়ে বয়ান করেন চাঁপা মসজিদ এর খতিব হাফেজ মাওলানা ছিবগাতুল্লাহ এবং হজ¦যাত্রীদের চিকিৎসা বিষয়ে আলোচনা করেন আলহাজ¦ ডা. মো: শামসুর হক।
Home / পাবনা সদর / পাবনার ঐতিহাসিক চাঁপা মসজিদের উদ্যোগে প্রথমবারের মত হজ¦ যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
Check Also
এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল-সাহাবুদ্দিন চুপ্পু
পিপ : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান …