পাবনা সদর উপজেলার মসজিদ, মন্দিরসহ ২৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে মহামান্য রাষ্ট্রপতির বিশেষ বরাদ্দের নগদ অর্থের চেক প্রদান করা হয়েছে।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন নগদ অর্থের চেক গুলো বিতরণ করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইমরান শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া খাতুন সুমি।
পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন ২৯টি ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ বরাদ্দ প্রদান করার জন্য মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানিয়ে তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শেষে মহামান্য রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
উল্লেখ্য, ২০২৩-২৪ অর্থবছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ প্রকল্পের আওতায় পাবনা জেলায় মসজিদ, মন্দিরসহ ৯৯ টি ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য মহামান্য রাষ্ট্রপতি বিশেষ বরাদ্দ প্রদান করেছেন।