পাবনা জেলায় কর্মরত সরকারি কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টা ৩০ মিনিটে শুরু হয়ে দুপুর পর্যন্ত চলে এ সভা।
পাবনার জেলা প্রশাসক মুহা. আসাদুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, পাবনা পুলিশ সুপার আকবর আলী মুনসী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী দিপক কুমার মন্ডল, আঞ্চলিক পাসপোর্ট অফিসের এডি মো. মাজহারুল ইসলাম, জেলা সিনিয়র তথ্য কর্মকর্তা মো. সামিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সুত্রে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সকালে পাবনা আরিফপুর কবরস্থানে বাবা মায়ের কবর জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় পরিবারের সদস্য ও আতœীয়স্বজন উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতির প্রটোকল অফিসার মো. মামুনুল হক স্বাক্ষরিত সফরসূচি থেকে জানা গেছে, ১০ জুন বেলা ১১টা ৩০ মিনিটে পাবনার সরকারি চাকুরীজীবিদের সঙ্গে মতবিনিময় করবেন। এবং সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।
১১ জুন বেলা সাড়ে ১১টায় পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবেন। ১২ জুন দুপুর ১১টা ৪০ মিনিটে পাবনা থেকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন রাষ্ট্রপতি।