মিজানুর রহমান
পাবনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ পাবনা জেলা শাখার উদ্যোগে শেখ রাসেল দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার (১৮ অক্টোবর) সকালে সংগঠনটির জেলা শাখার সভাপতি কামরুজ্জামান রকি সদস্যদের সাথে নিয়ে দুর্জয় পাবনায় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর জেলা আ.লীগ কার্যালয়ে একটি আলোচনা সভায় যুক্ত হন।
এসময় বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের স্মৃতিচারণ করে বক্তব্য দেন বক্তারা। একই সাথে এ দিবসের তাৎপর্যও তুলে ধরেন তারা। আলোচনা সভা শেষে শেখ রাসেলের প্রয়াত আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর সংগঠনের সদস্যদের সাথে নিয়ে কেক কেটে তার ৫৯ তম জন্মবার্ষিকী উদযাপন করেন।
অন্যন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের তথ্য ও গবেষণা সম্পাদক এড. তৌফিক ইমাম, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মামুন, উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক শেখ রাসেল আলী মাসুদ, অর্থ সম্পাদক হিরোক হোসেন, আ.লীগ নেতা মাহবুবুল আলম নেতা, সংগঠনের সদস্য রেজাউল করিম মুরাদ, আবুল কালাম আজাদ, ইমরোজ খন্দকার বাপ্পী, আরিফুল ইসলাম মিঠু, আনিস মাস্টার, মনিরুজ্জামান রাসেল, শেখ ইমরান, রাহাত হোসেন পল্লব, পিয়াস, শোভন, অর্ক ও একাধিক স্কুল শাখা সহ বিভিন্ন ইউনিটের সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।