রফিকুল ইসলাম সুইট : উৎসবমুখর পরিবেশে পাবনায় উৎযাপিত হয়েছে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর ৯৩ তম জন্মবার্ষিকী।
মঙ্গলবার পাবনা জেলা প্রশান, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা জেলা আওয়ামী লীগ, পাবনা পৌরসভা, পুলিশ প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন কেক কাটা, র্যালী, দোয়া মাহফিল, বৃক্ষরোপন, এতিমদের মধ্যে খাবার বিতরণসহ নানা কর্মসুচী পালন করে।
মঙ্গলবার সকালে পাবনা জেলা প্রশাসন বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, ভাতা, সার্টিফিকেট ও সেলাই মেশিন বিতরণ, দোয়া মাহফিল সহ নানা কর্মসুচী পালন করেন।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিতে এবং লুৎফুন নাহার শারমীন এর সঞ্চালনায় এসব কর্মসুচীতে অংশ গ্রহন করেন- পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, পাবনা সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ বাবু, কৃষি সম্প্রসারণের উপপরিচালক মো. জামাল উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক শরিফ আহমেদ, সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ, বাসস প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, জেল সুপার নসির উদ্দিন প্রধান, সিনিয়র তথ্য কর্মতকর্তা মো. সামিউল আলম, সদও উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা প্রমূখ।
বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মদিন উদযাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার। জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় অংশ গ্রহন করেন উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ উপাচার্য অধ্যাপক ড. এসএম মোস্তফা কামাল খান, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কে এম সালাহ উদ্দীন. প্রক্টোর মো. কামাল হোসেন সহ বিশ^বিদ্যালয়ের শিক্ষক. কর্মকর্তা, কর্মচারীও শিক্ষার্থীগণ।
পাবনা জেলা আওয়ামীলীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনসমূহ সকালে পূষ্পার্ঘ অর্পন,দুপুরে দোয়া মাহফিল, আলোচনা নানা কর্মসুচী পালন করেন। সকালে দলীয় কার্যালযে যুবমহিলা লীগের আয়োজনে জেলা যুব মহিলা লীগের সভাপতি এ্যাড. আরেফা খানম এর সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল। উপস্থিত ছিলেন পৌর মেয়র শরীফ উদ্দিন প্রধান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারোফ হোসেন সহ জেলা মহিলা আওয়ামী লীগ. যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুব মহিলা লীগ, কৃষক লীগ, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ, শ্রমিক লীগের নেতাকর্মী গন।
জেলার সকল উপজেলায় বেগম ফজিলাতুন নেছা মুজিব এঁর জন্মবার্ষিকী উৎযাপিত হয়।
পাবনায় বেগম ফজিলাতুন নেছা মুজিবের জন্মবার্ষিকী উদযাপিত
পাবনা সদর
2 Mins Read
Previous Articleযুবমহিলা লীগের বেগম মুজিবের জন্মবার্ষিকী উদযাপন
Next Article ফরিদপুরে শতভাগ আশ্রয়ন প্রকল্প বাস্তবায়ন
এই সম্পর্কিত আরো খবর পড়ুন
Add A Comment