পিপ : “সমবায়ে গড়ছি দেশ ; র্স্মাট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্যে পাবনায় র্যালী আলোচনা সভাসহ নানা আয়োজনে ৫২তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়।
জেলা প্রশাসন ও জেলা সমবায় অফিসের আয়োজনে র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পাবনার জেলা প্রশাসক মু: আছাদুজ্দামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোলাম ফারুক প্রিন্স এমপি। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, জেলা আওয়ামীলীগৈর সহসভাপতি বাবু চন্দন চক্রবর্তি, অনন্য সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক মাহফুজ আলী কাদেরী, নারী নেত্রি নিহার আফরোজ জলি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সমবায় আন্দোলনকে গুরুত্ব দেওয়ার প্রতি দাবী জানান।