তানভীর ইসলাম
দুনিয়ার মজদুর এক হও – বাংলার মেহনতী মানুষ এক হও, প্রতিপাদ্য ধারন পূর্বক গত ১২ অক্টোবর ২০২৩ বৃহস্পতিবার সকাল সারে এগারটায় পাবনা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার আয়োজনে জাতির পিতার নিজ হাতে গড়া সংগঠন, ইতিহাস ঐতিহ্য গৌরব আন্দোলন সংগ্রাম ও সফলতার ৫৪ বছর উদযাপন উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটা হয়।
এসময় জাতীয় শ্রমিক লীগ পাবনা জেলা শাখার প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ রেজাউল রহিম লাল, পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আসম আব্দুর রহিম পাকন।
এসময় বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের বিগত প্রচার সম্পাদক মোঃ কামিল হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক শ্রম বিষয় সম্পাদক সরদার মিঠু আহমেদ , জেলা শ্রমিক লীগের সভাপতি মোঃ ফুরকান আলী, সহ সভাপতি মোঃ আমিন, সহসভাপতি আবদুল্লা আল মাসুদ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার শাহা, সাংগঠনিক সম্পাদক হেরিক, জেলা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক হান্নান মুমসী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মুস্তাফিজুর রহমান সুইট, পাবনা জেলা আওয়ামীলীগের সদস্য আনিসুজ্জামান দোলন, পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরিফ ডাবলু, জেলা যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডঃ শেফালী, সদর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আব্দুল সালাম, সদর থানা শ্রমিক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ রনি, বিএডিসি শ্রমিক লীগ, পানি উন্নয়ন বোর্ড শ্রমিক লীগ, হোসিআরি শ্রমিক লীগ, সিএনজি শ্রমিক লীগ ও অন্যান্য শ্রমিক লীগের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।