মিজান তানজিল:
পাবনায় ২৩ শে জুন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও ২৫ শে জুন পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা আওয়ামীলীগের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে অনুষ্ঠিত জরুরী সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক রেজাউল রহিম লাল। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আগামী ২৩জুন আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকপূর্ণ ভাবে পালন করার সিদ্ধান্ত হয়। সেই সাথে ২৫ জুন পদ্মা সেতু উদ্বোধনের দিন উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানটি প্রানবন্ত করার সিদ্ধান্ত হয়।
Home / পাবনা সদর / পাবনায় আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ও পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা আ.লীগের জরুরি সভা
Check Also
এনটিভি দেশের সবচেয়ে জনপ্রিয় চ্যানেল-সাহাবুদ্দিন চুপ্পু
পিপ : বাংলাদেশ আওয়ামীলীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রিয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান …