“ ইন্টারনেটে তথ্য পেলে , জনগণের শান্তি মেলে” এই প্রতিপাদ্যে পাবনায় র্যালী আলোচনা সভাসহ নানা আয়োজনে আর্ন্তজাতিক তথ্য অধিকার ও বিশ^ পর্যটন দিবস পালিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসন কার্যালয় থেকে দিবসটি উপলক্ষে র্যালী বের হয়ে শহরের প্রধান সড়ক সমূহ প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসন কার্যালয়ে শেষ হয়।
জেলা প্রশাসনের আয়োজনে র্যালী শেষে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও তথ্যচিত্র উপাস্থাপন করা হয়। তথ্য চিত্র উপস্থাপন করেন জেলা তথ্য কার্যালয়ের কর্মকর্তা মো. আব্দুল আওয়াল।
জেলা প্রশাসক মু. আসাদুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা চন্দন কুমার চক্রবর্তী, ডিডিএলজি মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন, শরীফ আহমেদ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, সংবাদ পত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, সাধারণ সম্পাদক শহীদুর রহমান শহীদ,পাবনা চেম্বার্স অব কমার্সের সহসভাপতি ফোরকান রেজা বিশ^াস বাদশা, বাসস ও ভোরের কাগজ প্রতিনিধি রফিকুল ইসলাম সুইট, সরকারী পাবনা কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুল মান্নান, জেলা শিক্ষা কর্মকর্তা রোস্তম আলী হেলালী, পাসপোর্ট এডি মাজহারুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান হাবিবুর রহমান,টিএসসির শিক্ষক আলী আকবর রাজু প্রমূখ।
উপাস্থাপনায় ছিলেন সহকারী কমিশনার ফারিস্তা করিম।