নিজস্ব প্রতিনিধি:
নির্বাচনের আগে, নির্বাচনের সময়ে এবং নির্বাচন পরবর্তীতে ধর্ষণ ও যৌন নির্যাতনসহ নারী ও কন্যার ওপর সকল প্রকার সহিংসতা প্রতিরোধে বিশেষ নিরাপত্তার নিশ্চিতসহ ব্যক্তি-পরিবার ও নাগরিক সমাজ, রাষ্ট্র-সরকার, গণামধ্যম এবং নারী আন্দোলনের করণীয় নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে শনিবার (২৫ নভেম্বর) বিকেলে পাবনার রাধনগরের পারহাউজ পাড়াস্থ নিজ কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখা।
সংবাদ সম্মেলন বিভিন্ন সময়ে নারী সমাজ এবং নারী আন্দোলনের পক্ষ থেকে বিভিন্ন বিষয় নিয়ে রাষ্ট্র, প্রশাসন ও নাগরিক সমাজের কাছে দাবি-দাওয়া, সুপারিশ এবং নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ আন্দোলনরকে শক্তিশালী করার ক্ষেত্রে সহায়তার আহবান জানানো হয়। সংবাদ সম্মেলন নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের জন্য ব্যক্তি-পরিবার ও নাগরিক সমাজ, রাষ্ট্র-সরকার, গণামধ্যম এবং নারী আন্দোলনের করণীয় তুলে ধরা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ, পাবনা জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট কামরুন নাহার জলি, সহ-সভাপতি রওশন আক্তার মিন্টু, করুণা নাসরিনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।