পিপ : নানা আয়োজনে গতকাল শনিবার পাবনায় সংবিধান দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভাসহ নানা আয়োজন করা হয়। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে পাবনার জেলা প্রশাসক মু: আছাদুজ্দামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোলাম ফারুক প্রিন্স এমপি। বিশেষ অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল, পাবনা পৌরসভার মেয়র শরীফ উদ্দিন প্রধান, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান, নারী নেত্রি নিহার আফরোজ জলি প্রমুখ। এ সময় বক্তারা বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে সংবিধান সম্পর্কে নতুন প্রজন্মকে জানাতে হবে।