এম এ আলিম রিপনঃ পাবনার সুজানগর উপজেলার সাতবাড়ীয়া ইউনিয়ন পরিষদের ০৮ নং ওয়ার্ডের সদস্য(মেম্বার) পদে উপ নির্বাচনে নির্বাচিত মো.আব্দুস ছামাদ শপথ গ্রহন করেছেন। তিনি মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহন করেন। সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মো. রওশন আলী তাকে শপথ বাক্য পাঠ করান। উল্লেখ্য গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওই ওয়ার্ডে ইউপি সদস্য পদে কোন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন না করায় নির্বাচন কমিশন ০৮ নং ওয়ার্ডের সদস্য পদটি শুন্য ঘোষণা করে। পরবর্তীতে গত ২৮ এপ্রিল নতুন করে তফশীল ঘোষণা করে নির্বাচন কমিশন। নতুন ঘোষিত তফশীল অনুযায়ী ১৭ মে ২০২২ রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, ১৯ মে মনোনয়নপত্র বাছাই, ২৬ মে প্রার্থীতা প্রত্যাহার এবং ১৫ জুন ভোটগ্রহণের তারিখ ঘোষণা করা হয়। কিন্তু নির্বাচনে একজন প্রার্থী ছাড়া অন্য কোন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দিতায় মো.আব্দুস ছামাদ বিজয়ী হন।
Check Also
আমিনপুর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ ঘর উদ্বোধন
এম এ আলিম রিপন ঃ বিভিন্ন ঘটনা বা দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের লাশ ময়না তদন্তে প্রেরণের …